<p>আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় এই ঘোষণা দিয়েছেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার।</p> <p>অবসর ঘোষণার বার্তায় ইমাদ লিখেছেন, 'সাম্প্রতিক সময়ে আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেক ভেবেছি। শেষ পর্যন্ত আমি একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, অবসর ঘোষণার জন্য এটি সঠিক সময়। অনেক বছর ধরে আমাকে সমর্থনের জন্য আমি পিসিবিকে ধন্যবাদ দিতে চাই। পাকিস্তানের জার্সি গায়ে খেলতে পারা আমার জন্য সত্যিকারের সম্মানের ছিল।'</p> <p>পাকিস্তানের হয়ে ৫৫ ওয়ানডে ও ৬৬টি টি-টোয়েন্টি খেলেছেন ইমাদ। শেষবার তিনি গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন। ইমাদ যোগ করেন, 'ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১২১টি ম্যাচ আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার ছিল। নতুন কোচিং স্টাফ ও নেতৃত্ব নিয়ে পাকিস্তানের ক্রিকেট সামনে এগিয়ে যাওয়ার পথে এখন গুরুত্বপূর্ণ সময়। আমি তাদের সাফল্য কামনা করি এবং এটা দেখার জন্য আমি মুখিয়ে আছি।'</p> <p>পাকিস্তানের সমর্থকদেরও পাশে থাকার জন্য ধন্যবাদ দিয়েছেন ইমাদ, 'ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য পাকিস্তান সমর্থকদের ধন্যবাদ। শেষ ধন্যবাদ দিতে চাই আমার পরিবার ও বন্ধুদের যারা এই পর্যায়ে আসতে আমাকে সাহায্য করেছে। এখন আমি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আমার অন্য মঞ্চে মনোযোগ দিতে চাই।'</p>