kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

চিলির সাথে গোলশূন্য ড্র আর্জেন্টিনার

কালের কণ্ঠ অনলাইন   

৬ সেপ্টেম্বর, ২০১৯ ১২:২২ | পড়া যাবে ২ মিনিটেচিলির সাথে গোলশূন্য ড্র আর্জেন্টিনার

চিলির বিপক্ষে প্রীতি ম্যাচে চেনা রূপে দেখা গেল না মেসিবিহীন আর্জেন্টিনাকে। এছাড়াও আগুয়েরোকেও দলে  রাখেননি কোচ। এর পরও নিজেদের মেলে ধরতে পারেনি চিলি। তাই গোলশূন্য ড্রয়ে শেষ হলো দুই দলের মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি। 

লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ সময় আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত এই ম্যাচ দিয়েই নতুন মৌসুম শুরু করল দল দুটি। জুলাইয়ে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সবশেষ মুখোমুখি দেখায় চিলিকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচের শুরুটা দারুণ হতে পারতো যদি ১৩তম মিনিটে পাওলো দিবালার দূরপাল্লার জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হতো। প্রথমার্ধে এ রকম বেশ কয়েকবার সম্ভাবনা জাগিয়েও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। বিরতির ঠিক আগে জিওভানি লো সেলসোর ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ভলিও পোস্ট ঘেঁষে চলে যায়।

এরপরে দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে ম্যাচে প্রথম ও সেরা সুযোগটি পায় চিলি। তবে ডি-বক্সের মধ্যে থেকে মিডফিল্ডার সেসার পিনারেসের বাঁ পায়ের শট ক্রসবারে লাগে। ফলে তারাও গোলবঞ্চিত হয়।

বাকি সময়ে কেউই আর তেমন কোনো সুযোগ তৈরি করতে না পারায় স্কোরবোর্ডেও আসেনি কোনো পরিবর্তন। গোলশূন্য ড্রয়ে শেষ হয় দুই দলের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি। 

আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায় পরের ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই দিনে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি।     

মন্তব্যসাতদিনের সেরা