<p style="text-align: justify;">বাল্যবিবাহের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন খুলনার শিক্ষক ও শিক্ষার্থীরা। তাঁরা বলেছেন, বাল্য বিবাহ সমাজের অন্যতম ঘাতক ব্যাধি। বাল্যবিবাহ প্রজন্ম থেকে প্রজন্মে একটি বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। যা সমাজে বিরূপ প্রভাব ফেলে। এতে শিক্ষা, স্বাস্থ্যের মতো মৌলিক মানবাধিকারগুলো লঙ্ঘিত হয়। </p> <p style="text-align: justify;">বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার উদ্যোগে বাল্যবিবাহ বিরোধী সেনিারে বক্তারা এসব কথা বলেন। আজ মঙ্গলবার বিকালে খুলনার পিটিআই মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।</p> <p style="text-align: justify;">বসুন্ধরা শুভসংঘের সভাপতি বিপুল রায় চৌধুরীর সভাপতিত্বে ও হাসান রহমানের পরিচালনায় সেমিনারে বক্তব্য দেন প্রভাষক উদয় কিশোর ঢালী, প্রভাষক দেবাশীষ জদ্দার, প্রভাষক শরিফুল ইসলাম, শিক্ষক সুকান্ত সরকার, শিক্ষার্থী আরিফুর রহমান, রাকিব হাসান,তাসনিম রিয়া, ইন্দ্রা দে, লাইজু খাতুন, পলি পাল প্রমুখ।<br />  <br /> সেমিনারে অংশগ্রহণকারীরা সমাজের ব্যধি বাল্যবিবাহকে সম্মিলিতভাবে ‘না’ বলার প্রত্যয় ব্যক্ত করেন।</p>