kalerkantho

রবিবার । ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৩ জুন ২০২১। ১ জিলকদ ১৪৪২

আমিরাতে ঈদ বৃহস্পতিবার, ১৫ মিনিটে শেষ হবে জামাত

আমিরাত প্রতিনিধি   

১২ মে, ২০২১ ০৮:৫৮ | পড়া যাবে ২ মিনিটেআমিরাতে ঈদ বৃহস্পতিবার, ১৫ মিনিটে শেষ হবে জামাত

সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। ​বৈশ্বিক মহামারি করোনার স্বাস্থ্যবিধি মেনে আমিরাতজুড়ে মসজিদ ও ঈদগাহসমূহে ​ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আমিরাতজুড়ে ​ঈদের নামাজ সকাল ৫টা ৪৮ মিনিট থেকে ৬টার মধ্যে অনুষ্ঠিত হবে। নামাজ শুরুর ৩০ মিনিট আগে মসজিদ ও ঈদগাহগুলো খোলা হবে এবং নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ করা হবে।

বরবারের মতো প্রত্যেক মুসল্লিকে​ ঘর থেকে ওজু করে আসতে হবে। এছাড়াও মুসল্লিদের মাস্ক পরতে হবে এবং নামাজের জন্য নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিয়ে আসতে হবে।

সোমবার (১০ মে) একটি ঘোষণায় জানানো হয়েছে, মসজিদ খোলা থেকে শুরু করে মাত্র জামাত ও খুতবা ১৫ মিনিটের মধ্যেই সমাপ্ত করতে হবে। ১২ বছরের নিচে ও ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ঘরে বসে নামাজ আদায়ের পরামর্শ দেওয়া হয়েছে।

আমিরাতজুড়ে ঈদের নামাজের সময়সূচি

আবুধাবি : সকাল ৫টা ৫৭ মিনিট।
আল আইন : সকাল ৫টা ৫০ মিনিট।
মদিনাত জায়েদ : সকাল ৬টা ০১ মিনিট।
দুবাই : সকাল ৫টা ৫২ মিনিট।
হাট্টা : সকাল ৫টা ৪৯ মিনিট।
শারজা : সকাল ৫টা ৫৯ মিনিট।
রাস আল খাইমাহ : সকাল ৫টা ৪৮ মিনিট।
ফুজাইরাহ : সকাল ৫টা ৪৮ মিনিট।
উম্মে আল ক্বওয়াইন : ৫টা ৫০ মিনিট।
আজমান : সকাল ৫টা ৫১ মিনিট।

এদিকে, ঈদ উপলক্ষে আমিরাতে পাবলিক সেক্টরে পাঁচ দিন (১১-১৫ মে) এবং প্রাইভেট সেক্টরে চার দিন (১১-১৪ মে) ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটিতে আবুধাবি, দুবাই এবং শারজাহের পে পার্কিংগুলো ফ্রি করা হয়েছে।সাতদিনের সেরা