<p style="text-align:justify">পার্বত্য তিন জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ওপর দমনপীড়ন চলছে বলে অভিযোগ করেছেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলছেন, পাহাড়ে পুরনো কায়দায় নিপীড়ন চলছে। সেখানে জাতিগত বিদ্বেষকে উসকে দেওয়া হচ্ছে। এমতাবস্থায় পাহাড়ে সহিংসতার ঘটনায় গণতদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়েছেন তারা।</p> <p style="text-align:justify">আজ শুক্রবার (৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক শাসন কায়েম এবং জনগণের অধিকার, মর্যাদা ও ক্ষমতা প্রতিষ্ঠা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব দাবি জানান তারা। </p> <p style="text-align:justify">ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) আয়োজিত ওই বৈঠকে মূল বক্তব্যে মাইকেল চাকমা বলেন, ‘শেখ হাসিনার দুঃশাসন ও জুলুম থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে পাহাড়ি জনগণ ইউপিডিএফের নেতৃত্বে অভ্যুত্থানে অংশগ্রহণ করে। কিন্তু ফ্যাসিস্ট সরকারের পতনকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করা হলেও পার্বত্য চট্টগ্রামের জনগণের বুক থেকে এখনো ফ্যাসিস্ট শাসনের জগদ্দল পাথর সরানো যায়নি। পাহাড়ের মানুষ এখনো বুকভরে মুক্ত নিঃশ্বাস নিতে পারছেন না। গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ির জেলার দীঘিনালা ও রাঙামাটি জেলায় পাহাড়িদের ওপর হামলায় ৪ জন নিহত হওয়ার ঘটনা তারই প্রমাণ দেয়।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘গোপন বৈঠকে’ খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা, শেখ হাসিনার নামে মামলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/04/1728050170-356347187bd0ee2121605166f6907e65.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘গোপন বৈঠকে’ খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা, শেখ হাসিনার নামে মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/04/1431797" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">আলোচনায় অংশ নিয়ে শিক্ষাবিদ অধ্যাপক আনু মুহাম্মদ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড় দখলকারীদের তালিকা প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘শান্তিচুক্তির পরও পাহাড়ে শান্তি আসেনি। তাদের জাতিগত সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে গোপনে পাহাড় দখলের আয়োজন চলছে। অন্তর্বর্তীকালীন সরকার একটা কাজ করতে পারে, সেটা কারা পাহাড় দখল করছে তাদের তালিকা প্রকাশ করতে পারে।’</p> <p style="text-align:justify">বিগত দুই মাসে পাহাড়ি ও বাঙালি সম্পর্কের অবনতি হয়েছে উল্লেখ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘সম্প্রতি পাহাড়ে হওয়া সংঘর্ষের তদন্তে একটি গণতদন্ত কমিটি গঠন করা দরকার। কারণ পাহাড়ে সংঘর্ষের পর তিনজন উপদেষ্টা সেখানে পরিদর্শনে গিয়েছেন। কিন্তু তাদের সময় হয়নি আক্রান্ত পাহাড়িদের সঙ্গে কথা বলার। তাই তাদের তৈরি কমিশন সঠিক তদন্ত করবে, তা বিশ্বাস করার কারণ নেই। পাহাড়ের যে সমস্যা, সেটি একটি রাজনৈতিক সংকট। পাহাড়ের এই সংকট রাজনৈতিকভাবে সমাধান করতে হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="একসঙ্গে পাঁচজনের ট্রেনে কাটা, তিন মাস পর শনাক্ত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/04/1728050603-28eceada4091527166346e46a9f6aabb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>একসঙ্গে পাঁচজনের ট্রেনে কাটা, তিন মাস পর শনাক্ত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/04/1431798" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফয়জুল হাকিম লালা বলেন, ‘বাংলাদেশ যদি গণতান্ত্রিক রাষ্ট্র না হয়, গণতান্ত্রিক সংবিধান না হয়, তাহলে পার্বত্য অঞ্চলে সেটা আশা করা ঠিক হবে না। শুধু এই অঞ্চলে নয়, পুরো উপমহাদেশের সমস্যা তৈরি করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ। তারা এই ভৌগোলিক কাঠামো তৈরি করেছে। পুরো এই অঞ্চলে তারা সমস্যা তৈরি করেছে। জাতিগত দ্বন্দ্বসহ নানা রকম দ্বন্দ্ব ও সংঘাত সৃষ্টি করেছে। তাই সংগ্রামের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা আনতে হবে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট সরকার অপসারিত হয়েছে। কিন্তু ফ্যাসিবাদী যে রাষ্ট্র, শাসক শ্রেণি, সামরিক-বেসামরিক আমলাতন্ত্র, লুণ্ঠনকারী ব্যবসায় শ্রেণি তারা ক্ষমতায় রয়েছে।’</p> <p style="text-align:justify">গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, ‘পাহাড়ে দুই দিনে চারজন খুন হয়েছেন। বর্তমান সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট পেলাম না। এর প্রতিবাদ জানাই। সরকারকে অবশ্যই এ বিষয়ে বক্তব্য দিতে হবে। পাশাপাশি এসব হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হত্যা মামলায় শেকৃবি শিক্ষককে ফাঁসানোর চেষ্টা, শিক্ষার্থীদের প্রতিবাদ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/04/1728051118-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হত্যা মামলায় শেকৃবি শিক্ষককে ফাঁসানোর চেষ্টা, শিক্ষার্থীদের প্রতিবাদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/04/1431799" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া বলেন, ‘পাহাড়কে আমরা যেন শুধু পর্যটন স্থান হিসেবে না দেখি। এটি পাহাড়িদের জীবনযাপনের অংশ। আমরা হোটেল রিসোর্ট বানানোর জন্য যেন তাদের জায়গা কেড়ে না নিই। এই বিষয়ে আমাদের জোর দিতে হবে।’</p>