<p style="text-align:justify">বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কারে জন্য ১৬ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি)। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে এসব দাবি জানিয়ে একটি খোলা চিঠি পাঠিয়েছে সংস্থাটি।</p> <p style="text-align:justify">চিঠির অনুলিপি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের কাছেও পাঠানো হয়েছে।</p> <p style="text-align:justify">রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিডব্লিউজিইডি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুশাসন আনা, এ খাতে দুর্নীতি দূর করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিরসনের লক্ষ্যে ১৬ দফা দাবি জানানো হয়।</p> <p style="text-align:justify">দাবিগুলোর মধ্যে রয়েছে- বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০ (সংশোধনীসহ) অবিলম্বে বাতিল করা; স্বাধীন গণতদন্ত কমিশন গঠন করা; প্রাথমিক পরিবেশগত নীরিক্ষা (আইইই) ও পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন (ইআইএ) উন্মুক্ত এবং বাধ্যতামূলক করা; জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুকেন্দ্রগুলোকে ‘নো ইলেক্ট্রিসিটি নো পে’ নীতির আওতায় আনা; চুক্তি সম্পাদিত তবে নির্মাণাধীন নয়, এমন সব জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিল করা; অনুমোদিত এবং প্রস্তাবিত নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ বাতিল করা; নবায়নযোগ্য জ্বালানি মহাপরিকল্পনা গ্রহণ করা; ‘শূন্য কার্বন’ নিশ্চিত করার জন্য নতুন মহাপরিকল্পনা গ্রহণ করা; নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা; টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষকে (স্রেডা) স্বতন্ত্র ডিভিশনের মর্যাদা প্রদান করা; নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানি কর ও ভ্যাট মওকুফ করা; সহজ শর্তে ও স্বল্প বা বিনাসুদে মোট নির্মাণ ব্যয়ের ৭০ শতাংশ পর্যন্ত দীর্ঘমেয়াদি ব্যাংকঋণ প্রদান করা; হাইব্রিড যানবাহনের আমদানি শুল্ককর ও নিবন্ধন ফি কমপক্ষে ৩০ শতাংশ এবং বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে কমপক্ষে ৫০ শতাংশ কমানো; সৌরভিত্তিক চার্জিং স্টেশন অনুমোদন দেওয়া; সৌরপ্যানেল নির্মাণ ও পুনর্নবায়নের জন্য ইনস্টিটিউট গড়ে তোলা এবং তরুণ উদ্যোক্তা ও কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা।</p>