<p>দেশে বেশ কিছুদিন ধরে বৃষ্টিপাত অনেকটাই কম থাকছে। আজ শুক্রবারও চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে তেমন উল্লেখযোগ্য বৃষ্টিপাত দেখা যায়নি। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে গত বৃহস্পতিবার সৃষ্ট লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আগামী মঙ্গলবার থেকে আবার সারা দেশে বৃষ্টি বাড়তে পারে।</p> <p>আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি আজ সন্ধ্যায় মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হতে পারে। তবে এটি নিম্নচাপে পরিণত হলেও তা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার তেমন আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।</p> <p>লঘুচাপটির প্রভাব সম্পর্কে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপটি আরো ঘনীভূত হতে পারে। এর প্রভাবে আগামী ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নিষেধাজ্ঞার আগেই দেশ ছাড়েন হাছান মাহমুদ, জানা গেল অবস্থান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/06/1725616381-da9ca8088150e71ab2dc1ab576cb6d9d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নিষেধাজ্ঞার আগেই দেশ ছাড়েন হাছান মাহমুদ, জানা গেল অবস্থান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/09/06/1422725" target="_blank"> </a></div> </div> <p>এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং  রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।</p> <p>তবে আগামী দুই দিনে (রবি ও সোমবার) বৃষ্টি আরো কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হলে মঙ্গলবার থেকে আবার বৃষ্টি বাড়তে পারে।</p> <p>এদিকে দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের অন্তত ২৮টিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আজ। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত অনেকটাই বেশি ছিল। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতও হয়েছে এই বিভাগে। চট্টগ্রামের খুলশী থানার আমবাগান এলাকায় অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণাগারে এ সময় ৮৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এ ছাড়া চট্টগ্রামে ৫৭ মিলিমিটার, চট্টগ্রামের সন্দ্বীপে ৫৪ মিলিমিটার ও ফেনীতে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় এ সময়।</p>