<p style="text-align:justify">বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চল বন্যার কবলে পড়েছে। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ মানুষ। তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপের জনপ্রিয় প্রোডাক্ট মোনালিসা স্বপ্নডানা। আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যাদুর্গতদের জন্য বসুন্ধরার এই ত্রাণসামগ্রী বিভিন্ন অঞ্চলের মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে।</p> <p style="text-align:justify">আজ বুধবার (২৮ আগস্ট) রাজধানীর আফতাবনগরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসে বসুন্ধরা গ্রুপের সেনেটারি ন্যাপকিন ব্র্যান্ড মোনালিসার পক্ষ থেকে 'বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়। বসুন্ধরা গ্রুপের পক্ষে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের হাতে বসুন্ধরার ত্রাণসামগ্রী তুলে দেন বসুন্ধরা গ্রুপের সেক্টর সি-এর মার্কেটিং বিভাগের হেড অব ইভেন্ট অ্যান্ড আউটডোর মো. সানাউল সিকদার।</p> <p style="text-align:justify">তিনি বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নির্দেশে তাদের সঙ্গে সহযোগিতা করছি। জাতির এই ক্রান্তিকালে যে যতটুকু পারেন সবারই এগিয়ে আসা উচিত। যেহেতু এ সময় বন্যাকবলিত এলাকার বেশির ভাগ দোকান বন্ধ থাকে তাই এরই ধারাবাহিকতায়, আমরা মানুষের হাইজিনের কথা চিন্তা করে মহিলাদের জন্য, যারা এই সময় দোকানপাট থেকে কিছু কিনতে পারবেন না তাদের জন্য সেনিটারি নেপকিনের ব্যবস্থা করেছি। </p> <p style="text-align:justify">মো. সানাউল সিকদার আরো বলেন, শুধু আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমেই নয়, বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানের মাধ্যমে বন্যাদুর্গতদের এই হাইজিন প্রোডাক্ট সেনিটারি ন্যাপকিন দিচ্ছি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান-এর নির্দেশে মোনালিসা সেনিটারি ন্যাপকিনের পাশাপাশি বসুন্ধরা গ্রুপের আরো যে সহযোগী প্রতিষ্ঠানগুলো আছে, সেখান থেকেও সহযোগিতা দেওয়া হচ্ছে। </p> <p style="text-align:justify">যে সকল কিছু আমরা কোনো মিডিয়া কাভারেজও দিচ্ছি না। বসুন্ধরা গ্রুপ যেহেতু দেশ ও মানুষের জন্য কাজ করে, সেখান থেকেই এই কার্যক্রমগুলো করা। ভবিষ্যতে এমন ধরনের কার্যক্রম পরিচালনার চেষ্টা আমরা অব্যাহত রাখব। এই দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে মোনালিসা স্বপ্নদানা প্রমাণ করেছে যে তারা শুধু একটি প্রোডাক্ট নয়, বরং একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান। আশা করি, আমাদের এই সামান্য সহায়তা তাদের জীবনকে কিছুটা সহজ করবে।</p> <p style="text-align:justify">বসুন্ধরা ত্রাণসামগ্রী দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ বলেন, দেশে বন্যার্তদের সহায়তায় আস সুন্নাহ ফাউন্ডেশন কাজ করছে। এই কাজে আমরা সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা ১০০ কোটি টাকার ত্রাণ দেওয়ার টার্গেট নিয়েছি। অনেকেই আমাদের এই উদ্যোগে এগিয়ে এসেছেন, এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। </p> <p style="text-align:justify">তিনি বলেন, দেশের এই ক্রান্তিকালে সব ব্যবসায়ীকে এগিয়ে আসা উচিত। পাশাপাশি সরকারের কাছে অনুরোধ থাকবে যে এই ত্রাণ সহায়তায় যেসব প্রতিষ্ঠান এগিয়ে আসছে, তাদের ট্যাক্স ছাড় দেওয়া উচিত। তারা যে পরিমাণ ডোনেশন দিয়েছে সে পরিমাণ টাকা ট্যাক্স ছাড় তাদের দেওয়া হোক। </p> <p style="text-align:justify">সাব্বির আহমেদ বলেন, বন্যার জন্য অনেকেরই ঘর প্রয়োজন, আবার অনেকের ফসলের জমি করার জন্য নানা সহায়তার প্রয়োজন আছে। এসব মানুষের পুনর্বাসনের জন্য পুঁজি প্রয়োজন। তাই সব ব্যবসায়ীকে এগিয়ে আসা উচিত।</p>