<p>রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে সোমবার (৫ আগস্ট) বঙ্গভবনে অন্তর্বতীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌ ও বিমান বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির ভবনের প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে সভায় নেওয়া সব সিদ্ধান্ত সম্পর্কে জানানো হয়েছে।</p> <p>সভায় কোটাবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। এ ছাড়াও অনতিবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খল পরিস্থিতির নিয়ন্ত্রণে সবাইকে ধৈর্য ও সুহনশীল আচরণ করার আহ্বান জানানো হয় এবং সেনাবাহিনীকে লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তারেক রহমানকে দেশে ফেরানোর ব্যবস্থা করেছি : ফখরুল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/05/1722873299-346b0858bde854dfead0545bcb2b6bf7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তারেক রহমানকে দেশে ফেরানোর ব্যবস্থা করেছি : ফখরুল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/08/05/1412016" target="_blank"> </a></div> </div> <p>একই সঙ্গে সভায় সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপার্সন বেগন খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তির সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটককৃত সব বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সে ব্যাপারেও সভায় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/05/1722867916-bb475112da7a47a59ab31c40da29d9f6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/08/05/1412003" target="_blank"> </a></div> </div> <p>প্রতিনিথিদলে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আবাস, জাতীয় পার্টির জি এম কাদের, মজিবুল হক চুনু ও আনিসুল ইসলাম, নাগরিক ঐক্যেরও মাহমুদুর রহমান মান্না, হেফাজত ইসলামের মামুনুল হক, মুফতি মনির কাসেমী ও মাহাবুবুর রহমান, জামায়াতে ইসলামের ড. শফিকুর রহমান ও শেখ মোঃ মাসুদ, মেজর জেনারেল ফজলে রাবি (অবঃ), জাকের পার্টির শামিম হায়দার, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালাল উদ্দীন আহমদ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকী, জাকের পার্টির শামিম হায়দার, গণ-অধিকার পরিষদের অ্যাডভোকেট গোলাম সারওয়ার জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিক নজরুল, ফিরোজ আহমদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবুল্লাহ আল হোসাইন, আরিফ তালুকদার, ওমর ফারুক ও মোবাশ্বেরা করিম মিমি এবং ইঞ্জিনিয়ার মো. আনিছুর রহমান।</p>