<p>দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক নিতে ঢাকা বিভাগীয় কমিশনে হাজির হচ্ছেন প্রার্থীরা। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনের সম্মেলনকক্ষে তাঁরা উপস্থিত হচ্ছেন। </p> <p>তবে বিভাগীয় কমিশনের কোনো কর্মকর্তা এখনো সম্মেলনকক্ষে এসে উপস্থিত হননি। সকাল ৯টায় বিভাগীয় কমিশনের সম্মেলনকক্ষে গিয়ে দেখা যায়, প্রতীক নিতে ঢাকা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন এসে উপস্থিত হয়েছেন। এরপর এসে উপস্থিত হন ঢাকা-৪ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী মো. মনির হোসেন স্বপন। </p> <p>আওলাদ হোসেন জানান, তিনি ট্রাক প্রতীক চাইবেন। আর মনির হোসেন স্বপন জানান, তিনি ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করবেন।</p>