<p>বিএনপির ডাকা হরতালে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে (ঢাকা-মাওয়া মহাসড়কে) যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় ব্যক্তিগত যানবাহনের সংখ্যা ছিল কম।</p> <p>আজ রবিবার (২৯ অক্টোবর) সকাল পোনে ১০ টার দিকে পদ্মা সেতুর টোল প্লাজায় গিয়ে দেখা যায়, দক্ষিনবঙ্গ থেকে যাত্রীবাহি পরিবহনের বাস পদ্মা সেতু পার হয়ে টোল দিয়ে ঢাকার দিকে ছুটে যাচ্ছে। আবার ঢাকা থেকে যাত্রীবাহী বাসগুলোও পদ্মা সেতুর পার হয়ে দক্ষিনবঙ্গের দিকে যাচ্ছে। </p> <p>শিমুলিয়া ঘাটের কাছে হাসিনার মোড় থেকেও ক্ষেতেরপাড়া বাস স্ট্যান্ড থেকেও লোকবাসগুলোকে যাত্রী নিয়ে ঢাকায় আসা যাওয়া করতে দেখা গেছে। রাস্তায় অপেক্ষামান যাত্রীর সংখ্যা কম থাকলেও বাসগুলো ভর্তি যাত্রী দেখা গেছে।</p> <p>মুন্সীগঞ্জের হাট বাজার বসেছে স্বাভাবিকভাবে। সকাল থেকেই প্রতিটি বাজার খোলা ছিল। অফিস আদালতও বসেছে যথা সময়ে। মহাসড়কে পুলিশের পাহারা দেখা গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার ঘবর পাওয়া যায়নি।</p> <p>পদ্মা সেতু উত্তর থানা ওসি আলমগীর হোসাইন জানিয়েছেন, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে তবে অন্যান্য দিনের থেকে কিছুটা কম। সব কিছু পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কেউ যানবাহন চলাচলে ব্যাঘাত করলে তাদের ছাড়া দেওয়া হবেনা।</p>