<p>আনুষ্ঠা‌নিকভা‌বে যাত্রা শুরু কর‌লো ইউ‌নিভা‌র্সিটি অব ডে‌ভেলপ‌মেন্ট অল্টার‌নে‌টি‌ভ-ইউডার যোগা‌যোগ ও গণমধাধ্যম অধ্যয়ন বিভাগ-সিএমএস এর সা‌বেক শিক্ষার্থীদের সংগঠন ইউডা সিএমএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইউকা)। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির এক রেঁস্তোরায় আ‌য়ো‌জিত অনুষ্ঠা‌নে ঘোষণা করা হয় অ্যালামনাই এর প্রথম ক‌মি‌টি। এ সময় উপ‌স্থিত ছি‌লেন বিভা‌গের শতাধিক সা‌বেক শিক্ষার্থী।</p> <p>২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচন করা হয়েছে বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী আ‌শিকুর রহমানকে। ২৭ তম ব্যাচের শিক্ষার্থী কুশল ইয়াসিরকে সাধারণ সম্পাদক এবং ৩২তম ব্যাচের মাহাদী হাসানকে কোষাধ্যাক্ষ হিসেবে নির্বা‌চন করা হয়েছে।সদস্যদের সম্মতিক্রমে সংগঠনের উদ্যোগে প্রতিবছর যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক একটি সাময়ীকি প্রকাশের সিদ্ধান্তও নেওয়া হয় এই অনুষ্ঠানে।</p> <p>অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হি‌সেবে ছিল ইউএস বাংলা এয়ারলাইন্স, ঢাকা রিজেন্সি, লাফস, ট্রাসবক্স লিমিটেড, বাতেন্স একাডেমি,  এক্সফিনিটি ব্রডব্যান্ড, পান্ডা গেজেটস, আই ডিভাইস।</p> <p>২০০২ সা‌লে যাত্রা করে ইউডার সিএমএস বিভাগ। দীর্ঘ ২২ বছ‌রে পাঁচ শতা‌ধিক শিক্ষার্থী পড়া‌শোনা ক‌রে‌ছেন এই বিভা‌গে। কর্মরত আছেন দেশ বি‌দে‌শের বি‌ভিন্ন প্রতিষ্ঠা‌নে। ২০১৫ সালের ২৫ এপ্রিল বিভাগের সাবেক শিক্ষার্থীরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেন। এ লক্ষ্যে একটি আহবায়ক কমিটির তালিকাও প্রকাশ করা হয়। এরপর ২০১৭ সালের ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে এ বিষয়ে করনীয় নির্ধারণ করতে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুজিব খান। সেই উদ্যােগেরই সর্বশেষ ফলাফলসরুপ গেল শুক্রবার ঘোষণা করা হলো সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম।</p> <p>ইউকা মূলত সকল সা‌বেক শিক্ষার্থীদের মেলবন্ধ‌নের সেতু হ‌য়ে কাজ করবে। সংগঠনের উদ্যোক্তারা বল‌ছেন, অ্যাসোসিয়েশনের মাধ্যমে যোগাযোগ ও গণমাধ্যম খাতের পেশাগত উন্নয়ন শির্ষক সমাবেশ, সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হ‌বে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যোগা‌যোগ ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের মানউন্নয়নে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হ‌বে।</p> <p>এছাড়া বিভাগের বর্তমান শিক্ষার্থীদের জন্য অ্যাসোসিয়েশনের অর্থায়নে মেধাভিত্তিক বৃত্তি ও শিক্ষাঋণ চালুর উদ্যোগ গ্রহণ করবে ইউকা।</p>