<p>শীত এলে ত্বক আপনাতেই কালচে হয়ে যায়। অন্যদিকে শুষ্কতা, রুক্ষতা তো রয়েছেই। তাই এসময় ত্বকের বাড়তি একটু যত্ন না নিলেই না। তবে যত্ন যেটাই হোক না কেন চেষ্টা করুন ত্বক বুঝে যত্ন নিতে। ত্বকের সমস্যা দূর করতে পার্লারে যেতে হবে না। বরং বাড়িতে বসে, বাড়িতে থাকা উপাদানেই সেরে নিতে পারেন চটপট রূপচর্চা। জেনে নিন ঘরোয়া উপাদানে তৈরি দুটো ফেসপ্যাক সম্পর্কে, যা ব্যবহারে এ শীতেও ত্বক থাকবে উজ্জ্বল, প্রাণবন্ত- </p> <p><strong>দুধ ও বেসন</strong></p> <p>বাড়িতে বেসন কমবেশি সবার থাকে। দুধের সঙ্গে বেসন মিশিয়ে সেটা পুরু করে মুখে লাগাতে পারেন। এতে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে। এছাড়া দুই চামচ হলুদ গুঁড়া সঙ্গে এক চামচ বেকিং পাউডার মিশিয়ে তাতে গোলাপজল দিয়ে মাস্ক তৈরি করতে পারেন। ত্বকের প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফিরে আসবে। </p> <p><strong>টক দই ও মধুর ফেস মাস্ক</strong></p> <p>দুই টেবিল চামচ টক দই, এক চা চামচ মধু, এক চা চামচ লেবুর রস, একটা ডিমের সাদা অংশ আর এক চা চামচ কর্নফ্লাওয়ার একসঙ্গে ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। কিছুক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহারে ত্বকের আর্দ্রতা বাড়বে, ত্বক উজ্জ্বল হবে।<br />  </p>