<p>ত্বক ভালো রাখতে কে না চায়? সৌন্দর্যের মূল বিষয় লুকিয়ে আছে সুস্থতা এবং নিয়মমাফিক জীবনযাপনে। ত্বক ভালো রাখতে নিয়মমাফিক চর্চার বিকল্প কিছু নেই। নির্দিষ্ট বয়সের পর ত্বকচর্চার রুটিনে ফেসওয়াশ, ময়েশ্চারাইজার ক্রিমের পাশাপাশি আরো কিছু জিনিসের নাম যুক্ত হয়। এর মধ্যে একটি হচ্ছে ফেস সিরাম। অনেকেই জানেন না সিরাম কী, কিভাবে ব্যবহার করতে হয়। তারা জেনে নিতে পারেন এ সম্পর্কে-</p> <p><strong>সিরাম কি?</strong></p> <p>সিরাম হচ্ছে বেশ হালকা ওজনের ময়েশ্চারাইজারের মতো তরল, যা মুখে ও গলায় ব্যবহার করা হয়। মুখের সিরাম ত্বককে হালকা অনুভব করায়। জলভিত্তিক হওয়ায়, এটি দ্রুত ত্বক শুষে নিতে পারে এবং ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজ করে। যারা নিয়মিত সিরাম ব্যবহার করেন, তাদের ত্বক তুলনামূলকভাবে বেশি দৃঢ়, উজ্জ্বল এবং আর্দ্র। ফলে ত্বক অনেক বেশি তাজা বা ফ্রেশ দেখায়। মূলত মুখ পরিষ্কার করার পরে এবং ময়েশ্চারাইজার লাগানোর আগে সিরাম মুখে লাগানো হয়।</p> <p><strong>কিভাবে সিরাম ব্যবহার করবেন?</strong></p> <p>ব্যক্তিভেদে ত্বক যেমন আলাদা তেমনি সিরামও বেছে নিতে হবে ত্বক বুঝেই। তাই পরিচিত কেউ যে সিরাম ব্যবহার করে উপকৃত হচ্ছেন, আপনিও সেই সিরাম ব্যবহার করে উপকৃত হবেন, এমন কোনো কথা নেই। বরং উপকার পেতে হলে নিজের ত্বক বুঝে সিরাম কিনুন। </p> <p>সিরাম ব্যবহারের আগে অবশ্যই ত্বক ভালোভাবে ধুয়ে এবং মুছে নেবেন। এরপর ত্বক অনুযায়ী ভালো একটি টোনার ব্যবহার করুন। টোনার দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে সিরাম লাগিয়ে নিন। সিরাম মুখে লাগিয়ে ত্বকে আলতোভাবে চাপ দিন। খেয়াল রাখবেন, সিরাম কখনোই জোরে জোরে ঘষবেন না গালের মধ্যে। বরং চেপে চেপে লাগাতে হবে।</p>