<p style="text-align:justify">বিল্টু রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। কিছুদিন পর সে একটি ছাগল নিয়ে বাড়ি ফিরল। এটা দেখে বিল্টুর স্ত্রী বলল—</p> <p style="text-align:justify">বিল্টুর স্ত্রী : ওই বদমাশটাকে নিয়ে এলে কেন?</p> <p style="text-align:justify">বিল্টু : বদমাশ বলছ কেন, দেখছ না এটা ছাগল!</p> <p style="text-align:justify">বিল্টুর স্ত্রী : আমি তো ছাগলকেই জিজ্ঞেস করেছি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নিলামে প্রতি কেজি পেঁয়াজের দাম ৭ টাকা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/24/1740411520-e738fb7a50857618a1b994cf8feb6a68.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নিলামে প্রতি কেজি পেঁয়াজের দাম ৭ টাকা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2025/02/24/1484901" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">একটা চিঠি পোস্ট করতে পোস্ট অফিসে গেছে বিল্টু। সেখানকার কর্মকর্তা তাকে জিজ্ঞাসা করছে—</p> <p style="text-align:justify">কর্মকর্তা : চিঠিটা যদি দ্রুত পৌঁছাতে চান, খরচ পড়বে ৪০ টাকা। আর যদি স্বাভাবিক নিয়মেই পাঠাতে চান, তাহলে খরচ পড়বে ৫ টাকা।</p> <p style="text-align:justify">বিল্টু : সমস্যা নেই, আমার তেমন কোনো তাড়া নেই। প্রাপক তার জীবদ্দশায় চিঠিটা পেলেই হলো।</p> <p style="text-align:justify">কর্মকর্তা : তাহলে আপনাকে ৪০ টাকাই দিতে হবে!</p>