<p style="text-align:justify">তরুণ কবি : কিছু দুর্দান্ত কবিতা লিখে এনেছি। একটা বই যদি প্রকাশ করতেন।<br /> প্রকাশক : বিয়ে করেছেন?<br /> কবি : না।<br /> প্রকাশক : বিয়ে করে তার পরে আসবেন।<br /> কবি : কেন?<br /> প্রকাশক : আপনার বইয়ের অন্তত একজন পাঠক তো চাই।</p> <p style="text-align:justify"><br /> সাংবাদিক : ৮০ বছর বয়সেও আপনি আপনার স্ত্রীকে প্রিয়তমা বলে ডাকেন। এই ভালোবাসার রহস্য কী?<br /> বৃদ্ধ : বাবা, ২০ বছর আগে আমি ওনার নাম ভুলে গিয়েছিলাম, জিজ্ঞাসা করার সাহস হয়নি, তাই আমি বলি প্রিয়তমা।</p> <p style="text-align:justify">শিক্ষক : ১৫টি ফলের নাম বল?<br /> ছাত্র : পেয়ারা<br /> শিক্ষক : ভালো হয়েছে।<br /> ছাত্র : আম<br /> শিক্ষক : তারপর?<br /> ছাত্র : আপেল<br /> শিক্ষক : আরো ১২টি বলতে হবে দ্রুত বলো।<br /> ছাত্র : এক ডজন কলা।</p>