<p>বিল্টু ও তার বন্ধু পার্কে বসে গল্প করছে</p> <p>বিল্টু: মানুষের মস্তিষ্ক ২৪ ঘণ্টা কাজ করে কিন্তু মাত্র দুই বার বন্ধ হয়ে যায়।</p> <p>বিল্টুর বন্ধু: কখন কখন?</p> <p>বিল্টু: প্রথমটা পরীক্ষার সময় এবং দ্বিতীয়টা স্ত্রী পছন্দের সময়।</p> <hr /> <p>বিল্টুর বন্ধু: বন্ধু, মাথায় খুব ব্যথা।</p> <p>বিল্টু: মাথা ব্যথা হলে বউয়ের সঙ্গে কিছুক্ষণ কথা বল।</p> <p>বিল্টুর বন্ধু: কেন?</p> <p>বিল্টু: শুনিসনি, বিষে বিষ মরে।</p> <hr /> <p>বিল্টুর বন্ধু: কীরে বিল্টু, মুখ গোমরা করে রেখেছিস কেন?</p> <p>বিল্টু: কী আর বলব বল? নিজের বাড়ির লোকজনই যখন মাথা খারাপ করে রাখে?</p> <p>বিল্টুর বন্ধু: ঘটনা কি খুলে বল?</p> <p>বিল্টু: বাড়ির বাইরে সময় কাটালে বলে বাউণ্ডুলে-আওয়ারা, আর বাড়িতে থাকলে বলে ঘরকুনো, অকর্মার ধারী!</p>