<p>বস : নারী যদি শক্তির প্রতীক হয় তবে পুরুষ কীসের প্রতীক?<br /> বিল্টুর বাবা : সহ্যশক্তি, স্যার!</p> <p>বিল্টুর মা : ওগো শুনছো, কাল রাতে একটা স্বপ্ন দেখলাম, তুমি আমাকে একটা হীরার হার আর কানের দুল কিনে দিয়েছ।<br /> বিল্টুর বাবা : আরে বাহ! আমিও তো একই স্বপ্ন দেখলাম। তোমার বাবা আমার হাতে টাকাটা দিয়ে বলছেন বাবা মেয়েটাকে একটা হীরার হার ও কানের দুলের সেট কিনে দিও।</p> <p>বিল্টুর বন্ধু : কীরে বিল্টু, মুখ গোমড়া করে রেখেছিস কেন?<br /> বিল্টু : কী আর বলব বল? নিজের বাড়ির লোকজনই যখন মাথা খারাপ করে রাখে?<br /> বিল্টু বন্ধু : ঘটনা কি খুলে বল?<br /> বিল্টু : বাড়ির বাইরে সময় কাটালে বলে বাউণ্ডুলে-আওয়ারা, আর বাড়িতে থাকলে বলে ঘরকুনো, অকর্মার ধারী!</p> <p>শিক্ষক : বলতো বিল্টু, আকবর জন্মেছিলেন কবে?<br /> বিল্টু : স্যার, এটা তো বইয়ে নেই।<br /> শিক্ষক : কে বলেছে বইয়ে নেই। এই যে আকবরের নামের পাশে লেখা আছে ১৫৪২-১৬০৫।<br /> বিল্টু : ও! ওটা জন্ম-মৃত্যুর তারিখ? আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নম্বর। তাই তো বলি, এত্তোবার ট্রাই করলাম, রং নম্বর বলে কেন?</p>