<p>সাত ধরনের পদে আটজন নিয়োগ দেবে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি লিমিটেড (ইডকল)। বেশির ভাগ পদে আবেদনের ক্ষেত্রে কম্পিউটারের কাজ (ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশিট) জানতে হবে। ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে ফ্রেশাররাও আবেদনের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট বেতনের উল্লেখ না থাকলেও আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধার কথা বলা হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে ৪ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে।</p> <p> </p> <p><strong>পদের বিবরণ </strong><br /> ১. ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ইউনিট হেড, ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স-১টি।<br /> বিভাগ : ইনভেস্টমেন্ট।<br /> যোগ্যতা : বিবিএ/এমবিএ (ফিন্যান্স)/এমএসসি ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম সিজিপিএ-৩ থাকতে হবে। ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১১ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বিজনেস স্ট্র্যাটেজিস, ফিন্যানশিয়াল ও টেকনিক্যাল অ্যানালিসিস এবং রিলেশনশিপ ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন সফটওয়্যারের কাজ জানতে হবে।</p> <p>২. ম্যানেজার, গ্রিন ক্লাইমেট ফান্ড-১টি।<br /> বিভাগ : রিনিউয়েবল এনার্জি ডিপার্টমেন্ট।<br /> যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি/ডেভেলপমেন্ট ইকোনমিকস/ডেভেলপমেন্ট স্টাডিজ/এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম সিজিপিএ-৩ থাকতে হবে। এনার্জি অ্যাকসেস অ্যান্ড ক্লাইমেট চেঞ্জে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশিটের কাজ জানতে হবে।</p> <p>৩. ম্যানেজার, টেকনিক্যাল-১টি।<br /> বিভাগ : রিনিউয়েবল এনার্জি ডিপার্টমেন্ট।<br /> যোগ্যতা : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম সিজিপিএ-৩ থাকতে হবে। নির্মাণ প্রকল্পে মনিটরিং ও অ্যাসেসমেন্টে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশিটের কাজ জানতে হবে।</p> <p>৪. ম্যানেজার-২টি।<br /> বিভাগ : ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট।<br /> যোগ্যতা : বিবিএ/এমবিএ (ফিন্যান্স)/এমএসসি ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম সিজিপিএ-৩ থাকতে হবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের কাজ জানতে হবে।</p> <p>৫. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-১টি।<br /> বিভাগ : ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট।<br /> যোগ্যতা : বিবিএ/এমবিএ (ফিন্যান্স)/এমএসসি ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম সিজিপিএ-৩ থাকতে হবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের কাজ জানতে হবে।</p> <p>৬. ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার-১টি।<br /> বিভাগ : রিনিউয়েবল এনার্জি ডিপার্টমেন্ট।<br /> যোগ্যতা : ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম সিজিপিএ-৩ থাকতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশিট অ্যানালিসিসের কাজ জানতে হবে।<br /> বয়স : ৩০ বছর।</p> <p>৭. এক্সিকিউটিভ সেক্রেটারি-১টি।<br /> বিভাগ : অপারেশনস ডিপার্টমেন্ট।<br /> যোগ্যতা : বিজনেস/ইন্টারন্যাশনাল রিলেশনশিপ/ইংরেজি/পরিসংখ্যান বিষয়ে ন্যূনতম সিজিপিএ-৩সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের অন্যান্য পরীক্ষায়ও ভালো ফল থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকলে ভালো। ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।</p> <p><strong>আবেদনের লিংক ও বিস্তারিত :</strong> <a href="https://idcol.org/home/vacancies" target="_blank">https://idcol.org/home/vacancies</a></p>