<p>নবম গ্রেডে সহকারী প্রকৌশলী নিয়োগ দেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১০ ডিসেম্বর ২০২৩ থেকে, চলবে ৯ জানুয়ারি ২০২৪ পর্যন্ত। পুরুষ ও নারী, উভয় প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন।</p> <p> </p> <p><strong>পদের বিবরণ :</strong></p> <ul> <li>পদের নাম: সহকারী প্রকৌশলী</li> <li>পদ সংখ্যা: ১টি</li> <li>বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা</li> <li>বেতন গ্রেড : ৯ম</li> <li>শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং, তড়িৎ (ইইই)/যান্ত্রিক/সিভিল/কেমিক্যাল/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)।</li> </ul> <p> </p> <p><strong>বয়সসীমা: </strong>সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রার্থীগণের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিখিলযোগ্য।</p> <p><strong>আবেদন ফি:</strong> ৬৬৯ টাকা (চার্জসহ) জমা দিতে হবে টেলিটক নম্বর থেকে এসএমএসের মাধ্যমে।</p> <p><strong>নিয়োগ বিজ্ঞপ্তি :</strong> <a href="https://bpdb.gov.bd/sites/default/files/files/bpdb.portal.gov.bd/notices/78390e9a_801c_47d6_9931_9fac110bbb0d/2023-12-06-03-06-bca28e64a742ac17d0a24a89db698715.pdf" target="_blank">https://bpdb.gov.bd</a></p>