<p>অপারেটর পদে ৫০০ কর্মী নেবে ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি। বয়স ১৮ বা এর বেশি হলেই আবেদনের সুযোগ পাবেন প্রার্থীরা। নির্বাচিতরা মাসে ৮ হাজার ৫০০ টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আবেদন করতে হবে অনলাইনে ৩০ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে।</p> <h3><br /> <br /> দায়িত্ব</h3> <ul> <li>সাইকেল/মোটর বাইকের মাধ্যমে কাষ্টমারের ঠিকানায় পন্য ডেলিভারি করা এবং পন্যের মূল্য সংগ্রহ করা।</li> <li>হোম ডেলিভারি পরিসেবার জন্য প্রস্তুত থাকা।</li> <li>কাস্টমারের তথ্য, বিক্রয় তথ্য, অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসে সময় মত পাঠানো।</li> <li>বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করা ।</li> <li>নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা।</li> <li>ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্যান্য প্রাসঙ্গিক কাজ করা।</li> </ul> <p><br /> যোগ্যতা : প্রার্থীর জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকতে হবে। আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে।<br /> কর্মস্থল : ঢাকা (উত্তরা, তেজগাঁও)<br /> চাকরির ধরন : চুক্তিভিত্তিক</p> <h3><br /> বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা</h3> <ul> <li>ফিক্সড স্যালারি (৮,৫০০ টাকা)</li> <li>হাজিরা বোনাস (২,৬০০ টাকা)</li> <li>জয়েনিং এবং রেফারেন্স বোনাস (৫০০)</li> <li>নিজস্ব সাইকেল এর জন্য বোনাস (৫০০)</li> <li>পার্সেল প্রতি কমিশন</li> <li>উৎসব ভাতা</li> <li>মোবাইল বিল</li> <li>ফুয়েল বিল দৈনিক ১০০ টাকা (মোটরসাইকেলের ক্ষেত্রে প্রযোজ্য)</li> </ul> <p>দুর্ঘটনা জনিত চিকিৎসা সুবিধা<br /> জীবন বীমা সুবিধা</p>