<p>এশিয়া ও ইউরোপ সফরের অংশ হিসেবে এই মুহূর্তে ভারতে রয়েছেন বিশ্বের জনপ্রিয় পপতারকা এড শিরান। আগামী ১৬ মার্চ মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে মঞ্চ মাতাবেন তিনি। ইতিমধ্যেই ভারতে পৌঁছে একটি স্কুল পরিদর্শনে গিয়ে স্কুলের বাচ্চাদের সঙ্গে গানও গেয়েছেন। সেই ভিডিও বেশ সাড়া ফেলেছে অনুরাগীদের মাঝে। এবার বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে একটি ভিডিও পোস্ট করলেন এড শিরান।</p> <p>ভারতে আসবেন আর বলিউড বাদশাহর সঙ্গে সাক্ষাৎ করবেন না, তাই কি হয়! হলিউডের অনেক বাঘা বাঘা তারকাও শাহরুখ খানের ভক্ত। বিশ্বব্যাপী নিজের রোমান্স ছড়িয়ে সবাইকে মুগ্ধ রেখেছেন তিন দশকেরও বেশি সময় ধরে। শাহরুখ তাঁর দুই হাত ছড়ালেই ভালোবাসায় মাত হয়ে যায় গোটা দুনিয়া। এবার এড শিরানও শাহরুখের দুই হাত ছড়ানো ভালোবাসায় নিজেকে শামিল করলেন। বলিউড বাদশাহর সেই আইকনিক পোজে নিজেও দুই হাত ছড়ালেন এই পপস্টার।</p> <figure class="image"><img alt="1" height="375" src="https://images.news18.com/ibnlive/uploads/2024/03/farah-khan-ed-sheeran-shah-rukh-khan-2024-03-7e7d32697fe142a57a7123c7ed0b7a7c.jpg?impolicy=website&width=640&height=480" width="500" /> <figcaption><sub><em>শাহরুখ খান ও ফারহা খানের সঙ্গে এড শিরান</em></sub></figcaption> </figure> <p>বুধবার রাতে সামাজিক মাধ্যমে শাহরুখের সঙ্গে ভিডিও শেয়ার করেন ব্রিটিশ পপতারকা এড শিরান। শাহরুখের সঙ্গে আইকনিক পোজ দিতে দেখা গেছে তাকে। শাহরুখ এবং ফারহা খানের সঙ্গে দেখা করতে এদিন মান্নাতে গিয়েছিলেন শিরান। এরপরই শাহরুখ তাকে দুই হাত তুলে নিজের আইকনিক পোজ শিখিয়েছেন। শাহরুখকে দেখে সেই পোজও অনুকরণ করেছেন ব্রিটিশ পপতারকা। ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘এটাই আমাদের আকার। ভালোবাসা ছড়িয়ে দেওয়ার।’</p> <p>এদিকে মুম্বাইয়ে আসার পরেই বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশ নিয়েছেন এড শিরান। মুম্বাইয়ের একটি স্কুলে গিয়ে আচমকা হাজির হয়েছিলেন তিনি। দুঃস্থ শিশুদের গান গেয়েও শুনিয়েছেন। মুম্বাইয়ে পা রেখে এড শিরান বলেন, ‘আমি যতবার এখানে আসি, ততবারই একটা আলাদা উত্তেজনা কাজ করে। ২০১৪ সালে যে মাপকাঠিতে সাফল্য পরিমাপ করা হতো, তখন আমার কোনো ধারণাই ছিল না যে এ দেশের মানুষ আমার গান এতটা পছন্দ করে। ২০১৫ সালে যখন প্রথমবার ভারতে আসি, তখন এই ভালোবাসা আমি উপলব্ধি করেছিলাম। এখানকার মানুষ আমার গান সত্যিই পছন্দ করেন। এখন একটা বিষয় স্পষ্ট যে ভারতই আমার সবচেয়ে বড় বাজার।’</p> <p>বলিউড প্রসঙ্গে এড শিরান বলেন, “হ্যাঁ, আমি বলিউডের সব কিছু অনুসরণ করি। এখানে আসার পর থেকে সেই চেষ্টাই করছি। প্রথমবার যখন আমি এখানে আসি, বলিউডের অনেক লোকের সঙ্গে আমার পরিচয় হয়। তখন থেকেই আমি নিজেকে এ বিষয়ে আপটুডেট রাখার চেষ্টা করেছি। ‘স্ট্রিট ডান্সার’ নামে একটা বলিউডের সিনেমা দেখেছিলাম। সাধারণত আমি যখন প্লেনে বিভিন্ন জায়গায় যাতায়াত করি, তখন বেশির ভাগ সময় বলিউডের সিনেমা দেখি।”</p>