kalerkantho

মঙ্গলবার  । ২০ শ্রাবণ ১৪২৭। ৪ আগস্ট  ২০২০। ১৩ জিলহজ ১৪৪১

সুশান্তের মৃত্যু: বনশালির বয়ান নিয়ে শোরগোল, তদন্তে নয়া মোড়?

কালের কণ্ঠ অনলাইন   

৭ জুলাই, ২০২০ ১৮:২৮ | পড়া যাবে ১ মিনিটেসুশান্তের মৃত্যু: বনশালির বয়ান নিয়ে শোরগোল, তদন্তে নয়া মোড়?

সম্প্রতি মুম্বাইয়ের নিজ ফ্লাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের মরদেহ। প্রাথমিকভাবে ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু তার মৃত্যুর ঘটনা নিয়ে চলছে তদন্ত। এই ঘটনায় সোমবার টানা ৩ ঘণ্টা ধরে সঞ্জয় লীলা বনশালিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখানেই উঠে আসে একের পর এক তথ্য।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, পুলিশি জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয় লীলা বনশালি স্পষ্ট জানান, সুশান্তকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন নিজের ছবিতে। তবে সুশান্ত ব্যস্ত থাকায় তার প্রস্তাব ফিরিয়ে দেন। শুধু তাই নয়, অন্য প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তির জেরেও সুশান্ত তার প্রস্তাব ফিরিয়ে দেন। তিনি কখনোই নিজের ছবি থেকে সুশান্তকে বাদ দিতে চাননি। তবে সুশান্ত তার প্রস্তাব ফেরানোর জন্য তিনি আর পরে এই অভিনেতাকে নতুন করে অভিনয়ের প্রস্তাব দেননি বলে পুলিশকে জানান সঞ্জয় লীলা বনশালি।

এদিকে, যশরাজের সঙ্গে সুশান্তের কী কী চুক্তি হয়েছিল এবং কাজ কতদূর হয়, সে বিষয়ে ফের ওই সংশ্লিষ্ট সংস্থার কাস্টিং ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয় জি-নিউজের এক খবরে।

মন্তব্যসাতদিনের সেরা