kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

‘ঠাণ্ডা বাতাস ঢুকবে তো!’, ছেঁড়া প্যান্ট পরায় পরিমণিকে ভক্ত

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জানুয়ারি, ২০২০ ১৭:২৪ | পড়া যাবে ২ মিনিটে‘ঠাণ্ডা বাতাস ঢুকবে তো!’, ছেঁড়া প্যান্ট পরায় পরিমণিকে ভক্ত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ছবি, স্ট্যাটাস আপলোড করে নিজের উপস্থিতি ভক্তদের কাছে জানান দিয়ে থাকেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি। তার ছবি দেয়া মাত্রই লাখ লাখ ফ্যান ফলোয়ার তাতে হুমড়ি খেয়ে পড়েন।

নতুন করে আবারও আলোচনায় এসেছেন এ নায়িকা। তীব্র শীতে সারা দেশের মানুষ যখন কাবু, তখন পরীমণি ফেসবুকে প্রকাশ করেছেন ছেঁড়া প্যান্ট পরা ছবি। যদিও এটা একটি ফ্যাশনেবল প্যান্ট। কিন্তু প্রশংসার পাশাপাশি এ ছবিগুলো নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে চলছে সমালোচনা। তবে প্রশংসার চেয়ে বিরুপ মন্তব্যই বেশি।

পরী পোস্ট করা ছবি দুটিতে ক্যাপশন দিয়েছেন- ‘Winter… Not Exactly.’

তার এই ছবিতে একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘উফফফফ খুউউউব গরম লাগছে।’

অন্য একজন লিখেছেন, ‘ঠাণ্ডা বাতাস ঢুকবে তো।’

আরও একজন লিখেছেন, ‘মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট! ভাগ্যিস রক্ত বের হয় নাই! অন্য এক ভক্ত লিখেছেন, ছেঁড়া প্যান্টটা সুন্দর কিন্তু!’

অন্য এক ভক্ত লিখেছেন, ‘বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি!’

এরকম অনেক মন্তব্যই এসেছে নায়িকার ছবিটিতে। তবে যে যাই বলুক পরী তার নিজের কাজ নিয়ে নিজের মতই এগিয়ে চলেছেন।

গত বছর গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা পান।

মন্তব্যসাতদিনের সেরা