kalerkantho

এফডিসিতে শোক দিবস পালন

কালের কণ্ঠ অনলাইন   

১৫ আগস্ট, ২০১৯ ১৩:৫৮ | পড়া যাবে ২ মিনিটেএফডিসিতে শোক দিবস পালন

জাতীয় শোক দিবসে ব্রাজধানীর বিএফডিসি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন। বিএফডিসি কর্তৃপক্ষ আয়োজন করেছেনমিলাদ মাহফিল ও গণভোজের।  বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে দিনটিকে পালন করছে , প্রযোজক পরিবেশক সমিতি, পরিচালক সমিতি,, শিল্পী সমিতিসহ সকল সংগঠন।

বৃহস্প্রতিবার সকাল ১১টায় এফডিসির জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এফডিসি কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন এফডিসির পরিচালক (প্রশাসন ও অর্থ) লক্ষ্মণ চন্দ্র দেবনাথ, কারিগরি ও প্রকাশকের পরিচালক মোঃ আইয়ুব আলী, অতিরিক্ত পরিচালক অর্থ শহিদুল ইসলাম, উৎপাদন বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ রেজাউল হক এবং এফডিসির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

এই সময়  বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলম খসরু এবং সাধারণ সম্পাদক সামসুল আলমসহ সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষ জাতির জনকের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও দোয়া প্রার্থনা করা হয।

জাতীয় শোক দিবসে এফডিসির সকল ফ্লোরেই শুটিং বন্ধ রয়েছে। এ প্রসঙ্গে এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া  বলেন, 'জাতীয় শোক দিবস উপলক্ষে অন্য সব প্রতিষ্ঠানের মতো এফডিসির প্রশাসনিক কার্যক্রমও বন্ধ আছে। একই সঙ্গে এফডিসির সকল সংগঠনের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।'

মন্তব্যসাতদিনের সেরা