<p>মহাখালীতে ট্রেনে কাটা পড়ে আব্দুল আলীম (৫৫) নামে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। তিনি ফ্যালকন সিকিউরিটি সার্ভিসের অধিনে নিরাপত্তা কর্মী হিসেবে মহাখালী এস,কে টাওয়ার কাজ করতেন।</p> <p>ঢাকা রেলওয়ে থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে আজ বুধবার (৫ জুন) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠান। </p> <p>রেলওয়ে থানার এসআই আলী আকবর বলেন, ‘মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় মহাখালী ফ্লাইওভারের নিচ দিয়ে লোকটি রেললাইন পার হওয়ার সময়ে কমলাপুরগামী একটি ট্রেন দেখে পাশের লাইনে যাওয়া মাত্র বিপরীত দিকে থেকে আশা আরেকটি ট্রেনের নিচে কাটা পড়ে খণ্ডিত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। সে সময়ে দুদিক থেকে দুটি ট্রেন পাশাপাশি ক্রস করছিল।’</p> <p>মৃতের ভাই দুলাল হোসেন বলেন, ‘আমরা পুলিশের কাছ সংবাদ শুনে এসেছি। ভাই নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।’</p> <p>আব্দুল আলীম সিরাজগঞ্জের উল্লাহপাড়া উপজেলার নাগরৌহ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি মহাখালী এলাকায় থাকতেন। তার পরিবার গ্রামের বাড়িতে থাকেন। দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন তিনি। চার ভাইয়ের তিনি ছিলেন সবার বড়।</p>