<p style="text-align:justify">রাজবাড়ী জেলা থেকে প্রকাশিত দৈনিক রাজবাড়ী কণ্ঠর প্রকাশক প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে দায়েরকৃত দুটি হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীর সর্বস্তরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পরে পুলিশ সুপারের কাছেও স্মারকলিপি প্রদান করা হয়।</p> <p style="text-align:justify">মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক। জেলার ৫টি উপজেলার শতাধিক সাংবাদিক মানববন্ধনে অংশ নেন।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পুকুরের পানি সেচে লুট হওয়া অস্ত্র উদ্ধার করছে পুলিশ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/19/1726747703-204176bc6c6a1b045ad452fe3f496f18.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পুকুরের পানি সেচে লুট হওয়া অস্ত্র উদ্ধার করছে পুলিশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/19/1426943" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, রাজবাড়ী জেলা থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খান একজন নিঃস্বার্থ সমাজসেবক এবং অরাজনৈতিক ব্যক্তি। তিনি এতদ্বঞ্চলের বিভিন্ন মসজিদ, মাদরাসা, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণসহ জনহিতকর কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এমনকি সাম্প্রতিক সময়ে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন গত ৫ আগস্ট তিনি রাজধানী ঢাকার উত্তরায় সক্রিয় অংশগ্রহণ, নিজের অর্থে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মধ্যে খাবার পানি ও কোমল পানীয় বিতরণ এবং রাজধানী ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে শাহাদাতবরণকারী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বীর ছাত্র শহীদ সাগরের কবর জিয়ারত এবং তার কবরের পাশে একটি স্মৃতিজ্ঞ ও তোরণ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। </p> <p style="text-align:justify">কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একজন সক্রিয় সমর্থক হিসেবে বিভিন্নভাবে অংশগ্রহণের পরও একটি স্বার্থান্বেষী মহল ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে প্রশ্নবিদ্ধ করার মানসে প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খানকে উদ্দেশ্যমূলক রাজধানী ঢাকার মিরপুর, সাভার থানার দুটি মামলায় আসামির শ্রেণিভুক্ত করেছে। এ ছাড়া রাজবাড়ীর কালুখালীসহ বিভিন্ন থানায় বিভিন্ন ব্যক্তিকে দিয়ে কাল্পনিক ঘটনা উল্লেখে মামলা করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে আমরা রাজবাড়ীর সাংবাদিক সমাজ সুস্পষ্টভাবে বলতে চাই, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কোনো ব্যক্তি জড়িত থাকলে তার বিরুদ্ধে মামলা করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আমাদের কোনো কথা নেই; কিন্তু কোনো ঘটনার সঙ্গে ন্যূনতম সম্পৃক্ততা নেই, এমন ব্যক্তির বিরুদ্ধে মামলা করার ঘটনায় আমরা হতবাক ও বিস্মিত। কারণ প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খান নিজের চোখের চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত দেশের বাইরে অবস্থান করেন এবং ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে গত ৬ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশের বাহিরে অবস্থান করেন। কিন্তু দেশের বাইরে অবস্থানকালীন সময়ের ঘটনা উল্লেখে মামলা করা ও আসামির শ্রেণিভুক্ত করার ঘটনা সত্যিই অনভিপ্রেত। রাজবাড়ীর সাংবাদিক সমাজের পক্ষ থেকে এহেন ঘটনার তীব্র নিন্দা এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে উল্লিখিত মামলা থেকে অব্যাহতির দাবি জানাচ্ছি। তা না হলে আইনের শাসন ও ন্যায়বিচার বাধাগ্রস্ত হয়ে পড়বে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পাচার হওয়া অর্থ ফেরাতে ধনী দেশগুলোর সহায়তা চায় টিআইবি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/19/1726746915-9e8a01bfb2c96c61eda1158eb7452e8d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পাচার হওয়া অর্থ ফেরাতে ধনী দেশগুলোর সহায়তা চায় টিআইবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/09/19/1426940" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, ‘অভিযুক্ত নন, এমন ব্যক্তিকে মামলার আসামি করা ঠিক হয়নি। তারা বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করবেন। রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক বলেন, বিষয়টি তারা উপদেষ্টা পরিষদকে অবহিত করবেন।</p>