<p style="text-align:justify">ঝিনাইদহে সাতজন ডাকাতকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। শনিবার (১০ আগস্ট) দুপুরে শহরের কোর্টপাড়া ও কালীগঞ্জের বিহারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। </p> <p style="text-align:justify">প্রত্যক্ষদর্শীরা জানায়ে, বিকেল ৩টার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় একটি বাড়িতে ডাকাতি করতে যায় দুজন যুবক। সে সময় স্থানীয় শিক্ষার্থীরা তাদের আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেন।</p> <p style="text-align:justify">অন্যদিকে কালীগঞ্জ শহরের বিহারি মোড় এলাকার আতিয়ার রহমানের বাসায় ডাকাতি করতে যায় পাঁচজন যুবক। তখন শিক্ষার্থীরা ওই বাড়ির প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়ে সেনাবাহিনীকে খবর দেন। পরে ক্যাপ্টেন সাকিবের নেতৃত্বে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই পাঁচজনকে আটক করেন।</p> <p style="text-align:justify">ঘটনার সত্যতা নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এলমা খাতুন কালের কণ্ঠকে জানান, আটককৃতদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।<br />  </p>