<p>রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার (২ আগস্ট) বিকেল ৪টায় শহরের প্রাণকেন্দ্র বড়পুল এলাকায় সমবেত হন জেলার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী। </p> <p>বিভিন্ন দাবির প্ল্যাকার্ড হাতে মিছিল বের করেন শিক্ষার্থীরা। ‘উই ফর জাস্টিস’ স্লোগানে মিছিল ছিল মুখরিত। মিছিলটি পান্না চত্বর হয়ে ইংলিশ মার্কেটের সামনে থেকে ঘুরে আবার পান্না চত্বরে আসে। সেখানেই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন তারা। </p> <p>ছাত্রছাত্রীদের কর্মসূচি চলাকালে শহরের মোড়ে মোড়ে ছিল পুলিশ। বিজিবিকেও টহল দিতে দেখা যায়। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট গাড়ি নিয়ে শহরজুড়ে টহল দিয়েছেন।</p>