<p>পঞ্চগড়ে কোটা সংস্কারের দাবিতে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় রাস্তার দুই দিকে যানজট লেগে যায়।</p> <p>স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা পঞ্চগড় জেলা শহরের আদালত মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় এলাকায় গিয়ে অবস্থান নেন তারা। মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশ নেন। এ সময় তারা চৌরঙ্গী মোড়ে শহরের প্রবেশপথ করতোয়া সেতুর সামনে বসে মহাসড়ক অবরোধ করে রাখেন। অবরোধে তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। তারা তীব্র গরম উপেক্ষা করে তিন ঘন্টা সড়কে অবস্থান করেন। পরে আগামীকালের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। </p> <p>অবরোধ চলাকালে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া ছাত্রদের সাথে কথা বলতে আসলে অনেকেই ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। পরে তিনি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমার অনুরোধ, আপনাদের মধ্যে প্রবেশ করে কেউ যেন রাজনৈতিক ফায়দা নিতে না পারে। সেদিকে সজাগ থাকবেন। আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের আন্দোলন করুন। কেউ আপনাদের কোন হয়রানি বা নির্যাতন করবে না বলে আমি আশ্বস্ত করছি।’</p>