<p>তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে বুধবার (২৯ মে) লালমনিরহাট সদর উপজেলা পরিষদের নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। সদর উপজেলার ১১৮টি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল অনেক কম। পৌরসভা ও তার পার্শ্ববর্তী কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা থাকলেও অধিকাংশ কেন্দ্রে তেমন ভোটার ছিল না।</p> <p>উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭৫২ জন। এর মধ্যে ভোট পড়েছে মাত্র ১৬টি। এ কেন্দ্রের ৭ নম্বর বুথে ৩২২ ভোটের মধ্যে কেউ ভোট প্রদান করেননি। একই কেন্দ্রের এক নম্বর বুথে ৩৯৩ ভোটারের মধ্যে ভোট পড়েছে ২টি। দুই নম্বর বুথে ১ ভোট, তিন নম্বর বুথে ১ ভোট, চার নম্বর বুথে ৩ ভোট, পাঁচ নম্বর বুথে ২ ভোট, ছয় নম্বর বুথে ৫ ভোট, সাত নম্বর বুথে শূন্য ও আট নম্বর বুথে ভোট পড়েছে মাত্র ১টি। মোট আটটি বুথে ২ হাজার ৭৫২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ১৬ জন।</p> <p>৭ নং বুথের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং অফিসার শাহ আলম বলেন, ‘ব্যালট বহি যেভাবে নিয়ে এসেছি, সেভাবেই জমা দিতে হলো। কোনো ভোটার আসেনি বুথে। একটি ব্যালটও ভোটারের হাতে তুলে দিতে পারিনি।’ </p> <p>বড়বাড়ি শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের মহিলা ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী চঞ্চল কুমার শর্মা বলেন, ‘সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাত্র ১৬ জন ভোটার ভোট দিয়েছেন। ভোট গ্রহণ করতে এ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীসহ দায়িত্বে রয়েছেন ৩৯ জন কর্মকর্তা–কর্মচারী।’ </p> <p>এ বিষয়ে লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা লুৎফুল কবির বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।’</p>