<p>কুমিল্লার বরুড়ায় পক্ষপাতিত্ব, অনিয়ম ও মামলার তথ্য গোপনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ করতে সহযোগিতার অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। </p> <p>বুধবার (২৪ এপ্রিল) বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বরাবর অভিযোগ দায়ের করেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য মো. জসিম উদ্দিন। অভিযুক্ত ওসি জেলার বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী। </p> <p>অভিযোগে জেলা পরিষদ সদস্য মো. জসিম উদ্দিন উল্লেখ করেন, আসন্ন বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. বাহাদুরুজ্জামান মনোনয়নপত্র দাখিল করেন। তিনি তার হলফনামায় তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা নম্বর জিআর ১০/০৩ (বরুড়া) ধারা ১৪৭/১৪৮/৩২৩/৩২৬/ ৩৭৯ দ.বি. তথ্যটি গোপন করেন। যাছাই-বাছাইয়ের সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। <br /> তিনি গোপন আঁতাতের মাধ্যমে ওই প্রার্থীর নামে মামলার তথ্য গোপন করে উপজেলা চেয়ারম্যান পদে ওই প্রার্থীর মনোনয়ন বৈধ করতে সহায়তা করেন। এ ছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে অন্য একজন প্রার্থীর পক্ষে কাজ করছেন। তার ওই প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বরুড়া উপজেলা আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের চাপ দিচ্ছেন। কাজ না করলে মামলা ও গ্রেপ্তারের হুমকি দিচ্ছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একজন প্রার্থীর পক্ষে ভূমিকা নেওয়ায় জনমনে ভীতির সঞ্চার হচ্ছে এবং বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে।</p> <p>আগামী ২১ মে অনুষ্ঠিতব্য বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ রক্ষার স্বার্থে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষপাতিত্ব, অনিয়ম ও মামলার তথ্য গোপনের বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন তিনি।</p> <p>তবে এসব অভিযোগ অস্বীকার করে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ২০০৮ সাল পর্যন্ত আমাদের সব মামলার তথ্য অনলাইনে রয়েছে। এর আগে কী মামলা ছিল ওই প্রার্থীর বিরুদ্ধে- সেটা আমার জানা নেই। যদি এমন কোনো মামলা থাকে সেটা ম্যানুয়ালি খুঁজে দেখতে হবে। আর আমি কোনো প্রার্থীর পক্ষে কাজ করছি- সেটার প্রমাণ দেওয়া হোক। এগুলো ভিত্তিহীন কথাবার্তা। বরুড়ায় নির্বাচনের পরিবেশ যথেষ্ট সুন্দর ও ভালো। </p>