<p style="text-align: justify;">নাটোরের নলডাঙ্গায় মাইক্রোবাস ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে জিয়াউর রহমান (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক জামিল (৩০)। শনিবার সকাল পৌনে ছয়টার দিকে উপজেলার পশ্চিম সোনাপাতিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। </p> <p style="text-align: justify;">নিহত জিয়াউর উপজেলার হলদুঘর পশ্চিম পাড়া এলাকার রহমতুল্লাহর ছেলে। আহত জামিল নওগাঁর আত্রাই থানার ডাকা গ্রামের মৃত হারুনের ছেলে। </p> <p style="text-align: justify;">স্থানীয়রা জানান, জিয়াউর রহমান ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছিলেন তিনি। গতকাল শুক্রবার রাতে ঢাকা থেকে ট্রেন যোগে মাধনগর রেল-স্টেশনে নামেন। এরপর ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়িতে নিজ বাড়ি হলুদঘর পশ্চিম পাড়াতে যাচ্ছিলেন। এ সময় নলডাঙ্গা থেকে আত্রাইগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে মারা যান তিনি। </p> <p style="text-align: justify;">নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, শনিবার সকাল পৌনে ছয়টার দিকে নলডাঙ্গা পৌর শহরের সেনাপতিল মহল্লায় একটি ব্যাটারি চালিত ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভ্যানের যাত্রী জিয়াউর রহমান ছিটকে গিয়ে মাইক্রোবাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক। </p> <p style="text-align: justify;">ওসি আরো জানান, জিয়াউর রহমানের মরদেহ ও দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাস এবং ভ্যান জব্দটি করে থানায় নিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাস চালককে আটক করা হয়েছে। আহত জামিলকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।</p>