<p>রাজধানীর বিজয়নগর এলাকার পানির ট্যাংকির সামনে আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৩ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। </p> <figure class="image"><img alt="." height="360" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Shawon/396837580_723735756290464_7301267818958057641_n.jpg" width="600" /> <figcaption>ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ছবি : কালের কণ্ঠ</figcaption> </figure> <p>ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাসে আগুনের খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট পাঠানো হয়। দুপুর ১টা ৩ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’</p> <p>তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।</p>