kalerkantho

মঙ্গলবার । ৭ বৈশাখ ১৪২৮। ২০ এপ্রিল ২০২১। ৭ রমজান ১৪৪২

সিলেটে দুই বাসের সংঘর্ষ: মৃত্যু বেড়ে ৮

সিলেট অফিস   

২৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:৩০ | পড়া যাবে ২ মিনিটেসিলেটে দুই বাসের সংঘর্ষ: মৃত্যু বেড়ে ৮

সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত রহিমা বেগম (২৫) নামে আরো এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮জনে দাঁড়াল। নিহত রহিমা সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাংলাবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১) বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বহু যাত্রী হতাহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

দুর্ঘটনায় নিহত বাকিরা হলেন- সিলেটের উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান (৩৩), এনা পরিবহনের বাস চালক ওসমানীনগর উপজেলার ধরখা গ্রামের মঞ্জুর আলী (৩৮), এনার সুপারভাইজার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিঠাভরা গ্রামের সালমান খান (২৫), হেলপার ধরখা গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৪), ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার সরাইল থানার রাজানিয়াকান্দি পশ্চিম পাড়ার আলী হায়দারের ছেলে নুরুল আমিন (৫০), ঢাকার ওয়ারি এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে নাদিম আহমদ সাগর (২৯), সিলেট নগরের আখালিয়া এলাকার আব্দুর রশীদের ছেলে শাহ কামাল (৪৫)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘দুর্ঘটনায় এ পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, এনা বাসে ৮জন যাত্রী, চালক, সুপারভাইজার ও হেলপারসহ ১১জন আরোহী ছিলেন। লন্ডন এক্সপ্রেসে ২৮ যাত্রী, চালক, সুপারভাইজার ও হেলপারসহ ৩১জন আরোহী ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা