<p>কোটা সংস্কার আন্দোলনে থাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ (কুবি) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কুবি ছাত্রলীগ নেতাকর্মীদের পদত্যাগের ঘটনা ঘটছে। সোমবার (১৫ জুলাই) থেকে মঙ্গলবার পর্যন্ত অন্তত ৩০ জন ছাত্রলীগ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। তাদের প্রায় সবাই নিজ নিজ ফেসবুক প্রফাইলে দেওয়া পোস্টে পদত্যাগের কথা জানান। </p> <p>সোমবার রাত সাড়ে ৯টায় নিজের ফেসবুক প্রফাইলে দেওয়া এক পোস্টে নুসরাত জাহান সৌরভী পরিচয় উল্লেখ করে বলেন, ‘নওয়াব ফয়জুন্নেছা হল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমি লজ্জিত যে আমি এমন একটা সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম।’</p> <p>মঙ্গলবার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে নুসরাত জাহান সৌরভী বলেন, ‘আপনারা জানেন দেশে কী হচ্ছে। আমিও মানুষ, আপনিও মানুষ। সেই মানবিক দিক বিবেচনা করে আমি শাখা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছি।’</p> <p><img alt="Image preview" height="361" src="https://attachments.office.net/owa/latestnews%40kalerkantho.com/service.svc/s/GetAttachmentThumbnail?id=AAMkADU0YzBhZDQ2LWU3OTYtNDA0Ny05YTAyLWYzOTI4MDlhMjQzMwBGAAAAAACH7OTe%2BDtQS5cg2I2nO2r3BwC6%2BW5bVOPwRqtI%2FfWFFohJAAAAAAEMAAC6%2BW5bVOPwRqtI%2FfWFFohJAAO1MQhBAAABEgAQAPr%2B7JlEq0VHmrZsK2aLnIM%3D&thumbnailType=2&token=eyJhbGciOiJSUzI1NiIsImtpZCI6IkU1RDJGMEY4REE5M0I2NzA5QzQzQTlFOEE2MTQzQzAzRDYyRjlBODAiLCJ0eXAiOiJKV1QiLCJ4NXQiOiI1ZEx3LU5xVHRuQ2NRNm5vcGhROEE5WXZtb0EifQ.eyJvcmlnaW4iOiJodHRwczovL291dGxvb2sub2ZmaWNlMzY1LmNvbSIsInVjIjoiMmFiOWNmZDczOWE3NGVlNmEzNjFlNDlmMmYxMmU3ZGUiLCJzaWduaW5fc3RhdGUiOiJrbXNpIiwidmVyIjoiRXhjaGFuZ2UuQ2FsbGJhY2suVjEiLCJhcHBjdHhzZW5kZXIiOiJPd2FEb3dubG9hZEAzYjc1NjcxNS03N2ZhLTRjZDAtOTU0Yy1jNjQ4NjY5NDhiODMiLCJpc3NyaW5nIjoiV1ciLCJhcHBjdHgiOiJ7XCJtc2V4Y2hwcm90XCI6XCJvd2FcIixcInB1aWRcIjpcIjExNTM4MDExMTc0MzU4MTY0MzVcIixcInNjb3BlXCI6XCJPd2FEb3dubG9hZFwiLFwib2lkXCI6XCI0MTM3ZjkwZS1lZDU1LTRiMDAtYjI1Zi0xYTcwYzJmOTI3MThcIixcInByaW1hcnlzaWRcIjpcIlMtMS01LTIxLTMxNzEyODE5NjUtOTc4OTM2MTQxLTIwMDAyNTAxNzQtMTM3NTEyODVcIn0iLCJuYmYiOjE3MjExMjcwMTYsImV4cCI6MTcyMTEyNzMxNiwiaXNzIjoiMDAwMDAwMDItMDAwMC0wZmYxLWNlMDAtMDAwMDAwMDAwMDAwQDNiNzU2NzE1LTc3ZmEtNGNkMC05NTRjLWM2NDg2Njk0OGI4MyIsImF1ZCI6IjAwMDAwMDAyLTAwMDAtMGZmMS1jZTAwLTAwMDAwMDAwMDAwMC9hdHRhY2htZW50cy5vZmZpY2UubmV0QDNiNzU2NzE1LTc3ZmEtNGNkMC05NTRjLWM2NDg2Njk0OGI4MyIsImhhcHAiOiJvd2EifQ.DRh3Kg_FXp6K-ySHf4yqbXFRvBtPKbpjZ3ZZKmTptHhZk10PYZUPRtUs8uHiJ2g92LFszScOTngTDT5gAifFwfwLJjeOxBlytYLgojvziypf_EcCf6EsRlWPIKevXZIZ7LKkKRHcTM2OHhmkCJHOgLPhSWRTLv-ZUJMojrZlWYhllBLhLN7AyVOBF2Pekloisx23ByrYhZVzBblxIbmEz8paV3iNm1XokEaQ994LKccTEHLEeDdvR-SvhZ56gGicl40CGJ3oWVny6HHgRMSHWfvx37owEIHyBigYLjQPEVElCaQYRYna_IdV6w7xIRMmJXWNTzrG7TG3gNbmD4zQtA&X-OWA-CANARY=bdvoV5exWyYAAAAAAAAAAMBm1E6FpdwYZTZJKehsEQHhTLrrxQnJFAaRt2L8JoqZcnfK-UXPjA0.&owa=outlook.office365.com&scriptVer=20240704010.14&clientId=8654CB9598914915A58360EF7DDCCB4E&animation=true" width="500" /></p> <p>নুসরাত জাহান সৌরভীর মতোই ফেসবুক পোস্ট করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সোমবার (১৫ জুলাই) রাত ১০টার পর থেকে তাদের পদত্যাগ ও দল ছাড়ার ঘোষণা দেন।<br />   <br /> মঙ্গলবার দল ছাড়ার ঘোষণা দেওয়া বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, চলমান কোটা সংস্কারের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল, শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ছাত্রলীগ থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের ১৬তম ব্যাচের প্রায় সব ছাত্রী ছাত্রলীগ থেকে ইস্তফা দিয়েছেন। তারা আর ছাত্রলীগের কোনো প্রগ্রামে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন। কারণ হিসেবে উল্লেখ করেছেন, একজন ছাত্র হয়ে আরেকজন ছাত্রের শরীরে এমন নির্মমভাবে যারা আঘাত করতে পারে, সেই দল থেকে তারা ইস্তফা নিয়েছেন।</p> <p><img alt="Image preview" height="343" src="https://attachments.office.net/owa/latestnews%40kalerkantho.com/service.svc/s/GetAttachmentThumbnail?id=AAMkADU0YzBhZDQ2LWU3OTYtNDA0Ny05YTAyLWYzOTI4MDlhMjQzMwBGAAAAAACH7OTe%2BDtQS5cg2I2nO2r3BwC6%2BW5bVOPwRqtI%2FfWFFohJAAAAAAEMAAC6%2BW5bVOPwRqtI%2FfWFFohJAAO1MQhBAAABEgAQAP3ef6P2G5NLuqF55aoGAXE%3D&thumbnailType=2&token=eyJhbGciOiJSUzI1NiIsImtpZCI6IkU1RDJGMEY4REE5M0I2NzA5QzQzQTlFOEE2MTQzQzAzRDYyRjlBODAiLCJ0eXAiOiJKV1QiLCJ4NXQiOiI1ZEx3LU5xVHRuQ2NRNm5vcGhROEE5WXZtb0EifQ.eyJvcmlnaW4iOiJodHRwczovL291dGxvb2sub2ZmaWNlMzY1LmNvbSIsInVjIjoiMmFiOWNmZDczOWE3NGVlNmEzNjFlNDlmMmYxMmU3ZGUiLCJzaWduaW5fc3RhdGUiOiJrbXNpIiwidmVyIjoiRXhjaGFuZ2UuQ2FsbGJhY2suVjEiLCJhcHBjdHhzZW5kZXIiOiJPd2FEb3dubG9hZEAzYjc1NjcxNS03N2ZhLTRjZDAtOTU0Yy1jNjQ4NjY5NDhiODMiLCJpc3NyaW5nIjoiV1ciLCJhcHBjdHgiOiJ7XCJtc2V4Y2hwcm90XCI6XCJvd2FcIixcInB1aWRcIjpcIjExNTM4MDExMTc0MzU4MTY0MzVcIixcInNjb3BlXCI6XCJPd2FEb3dubG9hZFwiLFwib2lkXCI6XCI0MTM3ZjkwZS1lZDU1LTRiMDAtYjI1Zi0xYTcwYzJmOTI3MThcIixcInByaW1hcnlzaWRcIjpcIlMtMS01LTIxLTMxNzEyODE5NjUtOTc4OTM2MTQxLTIwMDAyNTAxNzQtMTM3NTEyODVcIn0iLCJuYmYiOjE3MjExMjcyNTgsImV4cCI6MTcyMTEyNzU1OCwiaXNzIjoiMDAwMDAwMDItMDAwMC0wZmYxLWNlMDAtMDAwMDAwMDAwMDAwQDNiNzU2NzE1LTc3ZmEtNGNkMC05NTRjLWM2NDg2Njk0OGI4MyIsImF1ZCI6IjAwMDAwMDAyLTAwMDAtMGZmMS1jZTAwLTAwMDAwMDAwMDAwMC9hdHRhY2htZW50cy5vZmZpY2UubmV0QDNiNzU2NzE1LTc3ZmEtNGNkMC05NTRjLWM2NDg2Njk0OGI4MyIsImhhcHAiOiJvd2EifQ.Ek2Rv-VkY024km6VvA2GZ4sdSvI0e5AHkfQ90Q4rr5Imw5Q4McfWXMBkqloZy5HE3Bp6wrSZcpQSF2B0XUeZt4yPjPKqVAyHSK3tXIeaTD3itNUQ_4r5QnYc5zP-NOhD9b2Mzm1A9QUTFrdAa1WBwiGHUBUHHRovQNzpz0TLo_ytbZEe9hyrc8iT6p9cdt2HkiTV1JqYXu0f8slpSW958LfGutGGZO7ZkSBYs5QSJEFPrljEO7R3mVSoXtXVX2ru6Fxfy9Vcs3nKhJx2sElSMMm72V9tH8ZzvXZt5iTZ5zKoOzawnDarpg0zCwTLrkjugvvmTB4pM1c57D7NwAcdHQ&X-OWA-CANARY=bdvoV5exWyYAAAAAAAAAAMANaKyFpdwYvKiNqx9Or4BxQl7nEVK7jmchYP8PoV0HgFfO0Z_zMDM.&owa=outlook.office365.com&scriptVer=20240704010.14&clientId=8654CB9598914915A58360EF7DDCCB4E&animation=true" width="500" /></p> <p>বিশ্ববিদ্যালয় আইন অনুষদ শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক ও কুবি শিক্ষার্থী তানভীর আহমেদ গাজী তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি আসলে রাজনীতিপ্রিয় মানুষ নই, বরং আমি একজন সাহিত্য এবং সংস্কৃতিমনা লোক। একদা এক সিনিয়র বলেছিলেন, দেখ গাজী তুই লেখক মানুষ, ক্যাম্পাসে পরিচিত মুখ, তুই পদে থাকলে আরো চারজন জুনিয়র আমাদের সঙ্গে থাকবে। আমি বেচারা না কোনো মিছিলে গেলাম না কোনো মিটিংয়ে গিয়েছিলাম। অটোমেটিক্যালি পদ পেয়ে গেলাম বাহ! আমি আমার ওয়ালে সেটা আদৌ পোস্ট করিনি, যারা উইস করেছিল তাদের কেবল ধন্যবাদ জানিয়েছিলাম। তো আজকের এই দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আইন অনুষদ, শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক পদ হইতে ইস্তফা দিলাম। আমি একজন সাহিত্য ও সংস্কৃতিমনা মানুষ, রাজনীতি আমার শোভা পায় না! আজকের বর্বরোচিত ঘটনা আমাকে সত্যিই ভাবিয়ে তুলেছে!’</p> <p>কুবির সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সামিন বখশ সাদী লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। ছাত্ররাজনীতি ছিল আমার পছন্দের জায়গা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের শেষের আমি এর বাস্তবতা বুঝতে পারি এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সমাজসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হতে শুরু করি। যার কারণে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা কমিয়ে দিতে শুরু করি। কিন্তু শিক্ষার্থীদের ওপর হামলার এই ঘটনার পর আমার মনে হয় না এ রকম কেনো কিছুর সঙ্গে কোনো সম্পর্ক রাখা প্রয়োজন। এমনিতেই অনেক দিন ধরে ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই। তার পরও বলতেছি আমাকে কেউ কখনো এসবের জন্য ডাক দেবেন না। ন্যায় এবং সত্যকে তুলে ধরতে না পারলে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা রাখি না। এই পদটি আমি আর হোল্ড করি না।’</p> <p>আইন অনুষদ শাখা ছাত্রলীগের সহসভাপতি ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল মিঞা লিখেছেন, ‘না বোঝার বয়সেই রাজনীতির প্রতি একটা প্যাশন সৃষ্টি হয়েছিল। কিন্তু এই বাংলাদেশের নষ্ট রাজনীতির চর্চা দেখে ধীরে ধীরে আমার মনে রাজনীতির প্রতি আবেগ, ভালোবাসা মরে যেতে লাগল। কেন জানি আজকে তার চিরতরে সমাধি ঘটল। সামর্থ্য হলে নিজের থেকে দেশ ও সমাজের জন্য ভূমিকা রাখব, ইনশাআল্লাহ। আর একটি ঘোষণা, আমি দুটো পদ হোল্ড করতাম। আজকে সেই দুটো পদ থেকে আমি সজ্ঞানে অব্যাহতি নিলাম।’</p> <p>কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমানে কোনো কমিটি নেই। গত বছরের ৬ মার্চ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সব শেষ ২০১৭ সালের ২৭ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।</p>