<p>বাণিজ্য খাতে অবদান এবং বাণিজ্য সংগঠনে নেতৃত্বর জন্য পুনরায় বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে (সিআইপি) কার্ড পেয়েছেন মিনিস্টার- মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজ। </p> <p>দেশের রপ্তানি এবং বাণিজ্য (ট্রেড) খাতে বিশেষ অবদান রাখার জন্যে মিনিস্টার- মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজ সহ ১৮৪ জন ব্যবসায়ীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি হিসেবে মনোনীত করা হয়।  </p> <p>বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ১৪০ জন ব্যবসায়ী নেতাকে সিআইপি (রপ্তানি) এবং ৪৪ জন ব্যবসায়ী নেতাকে সিআইপি (ট্রেড) সম্মানে ভূষিত করা হয়।</p> <p>আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ব্যবসায়ীদের হাতে কার্ড তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান ও এফবিসিসিআই এর সভাপতি জনাব মাহবুবুল আলম প্রমুখ।</p> <p>২০২২ অর্থবছরে রপ্তানি বাণিজ্যে অবদানের জন্য এবার সিআইপি কার্ড প্রদান করা হয়। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে এ অনুষ্ঠানটি আয়োজন করে। </p> <p>এম এ রাজ্জাক খান রাজ বলেন- ‘আমি আবারও বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আমার কাজের স্বীকৃতি স্বরূপ সিআইপি (ট্রেড) কার্ড প্রদানের জন্য। আমি সর্বদা শিল্পের কল্যাণে কাজ করে থাকি। দেশ ও মানুষের কথা ভেবে বাংলাদেশের শিল্প ক্ষেত্রকে আরো উন্নত করতে আমি বদ্ধপরিকর। আর এই সম্মাননা আমাকে আরো অনুপ্রাণিত করবে দেশের বাণিজ্য ও রপ্তানিকে সম্প্রসারিত করতে।’</p>