<p style="text-align:justify">শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। পুলিশ টহল না থাকায় এখনো পিটিয়ে হত্যার ঘটনা ঘটছে। মানুষের ডাকাত আতঙ্ক কাটছে না। থানার কার্যক্রমও চলছে ঢিমেতালে। তবে সেনাবাহিনী দেশের সার্বিক শৃঙ্খলা ফেরাতে পুলিশকে সহযোগিতা দিয়ে যাচ্ছে।</p> <p style="text-align:justify">গতকাল শনিবার থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মিরপুর থানার ওসি (তদন্ত) শেখ মোহাম্মদ কামরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘সার্বিক পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। আমরা কয়েক দিন হলো কার্যক্রম শুরু করতে পেরেছি। আমাদের তিন থেকে চারজন পুলিশ সদস্য অসুস্থ রয়েছেন।</p> <p style="text-align:justify">বাকি সব সদস্য থানায় যোগদান করেছেন। তবে থানার ভেতরের পরিস্থিতি এখনো ঠিক করা সম্ভব হয়নি। আমাদের একটি ফ্যামিলি কোয়ার্টার রয়েছে। সেই কোয়ার্টারে বসে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি।’</p> <p style="text-align:justify">টহল দেওয়া শুরু হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখন সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে কিছু টহল দিচ্ছি।’</p> <p style="text-align:justify">যাত্রাবাড়ী থানার এক পুলিশ কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘আমরা পুরোদমে কার্যক্রম শুরু করতে পারিনি। তবে কিছু কার্যক্রম চলমান রয়েছে। আমাদের সব সদস্যই থানায় যোগদান করেছে। তবে থানার ভেতরের পরিস্থিতি এখনো ঠিক করা সম্ভব হয়নি। তাই আমরা ডেমরা থানায় আমাদের কার্যক্রম পরিচালনা করছি।’</p> <p style="text-align:justify">টহল দেওয়া শুরু হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘টহল আমরা সেভাবে করতে পারছি না। আমরা চেষ্টা করছি, যাতে দ্রুত টহল শুরু করতে পারি।’</p> <p style="text-align:justify">এদিকে আত্মগোপনে থাকা পুলিশ সদস্যরা ফিরে আসায় আবারও দেশের সব থানায় কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে পুলিশ সদর দপ্তর সূত্র বলছে,  সড়কে শৃঙ্খলা ফেরাতে বেড়েছে ট্রাফিক পুলিশ। থানা থেকে লুট হওয়া ৭১৫টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৮,৫১২ রাউন্ড গুলি, ১,১১৮টি টিয়ার শেল ও ১৭০টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।</p> <p style="text-align:justify">খোঁজ নিয়ে জানা গেছে, মাঠ পর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি তেমন বাড়েনি। রাতের ঢাকায় ডাকাত আতঙ্কের পাশাপাশি ছিনতাইকারী ও মাদক কারবারিদের নিয়ন্ত্রণে তেমন তৎপরতা নেই। দেশে এখনো নাশকতার পাশাপাশি প্রতিদিন খুনের ঘটনা ঘটছে। চলছে ভাঙচুর ও দখলবাজি। পুলিশ ও বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।</p> <p style="text-align:justify"><strong>তিনজনকে পিটিয়ে হত্যা নিয়ে এলাকায় আতঙ্ক</strong></p> <p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতা এখনো চলছে। সুযোগ পেলেই মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এই অরাজক পরিস্থিতিতে গত বুধবার সকালে যাত্রাবাড়ীতে সাইদুল ইসলাম ইয়াসিন (১৯), সাঈদ আরাফাত শরীফ (২০) ও রাহাত হাসান বিপু (৫৩) নামের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়। তাঁদের ধর্ষণের অভিযোগে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে।</p> <p style="text-align:justify">তবে তাঁদের হত্যার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না তা এখনো জানা যায়নি। এই তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় এখনো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।</p> <p style="text-align:justify"><strong>যশোরে ইউপি সদস্যের ঘরে আগুন, শিশুসহ দগ্ধ ৪</strong></p> <p style="text-align:justify">গত বৃহস্পতিবার ভোরে যশোরের ঝিকরগাছায় বসতঘরে দেওয়া আগুনে এক ইউপি সদস্য ও তাঁর স্ত্রী-সন্তান-ভাই দগ্ধ হয়েছে। পরে তাদের যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।</p> <p style="text-align:justify">পুলিশ বলছে, মানুষ আগের চেয়ে এখন আরো সহিংস হয়ে উঠেছে। পুলিশকেও ছাড়ছে না। সড়কে ছোট ছোট বিরোধে প্রায়ই সংঘর্ষের অভিযোগ পাচ্ছে তারা। মাঠে পুলিশ এখনো স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না। এই সুযোগে যে যার মতো আইন হাতে তুলে নিচ্ছে। </p> <p style="text-align:justify"><strong>লুট হওয়া থানার অস্ত্রের সঠিক হিসাব নেই </strong></p> <p style="text-align:justify">সারা দেশের থানাগুলো থেকে এ পর্যন্ত কত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম লুট হয়েছে তা এখনো তালিকাভুক্ত করতে পারেনি পুলিশ। যেসব অস্ত্র লুট হয়েছে তার বেশির ভাগ এখনো উদ্ধার হয়নি। আগামী সোমবারের (১৯ আগস্ট) মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।</p> <p style="text-align:justify"><strong>ঢাকার অস্ত্র নোয়াখালী থেকে উদ্ধার</strong></p> <p style="text-align:justify">ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লুট হওয়া একটি সেমি অটোমেটিক পিস্তল নোয়াখালী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এই অস্ত্র লুট করা মনির আহাম্মদ (২১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ। গত শুক্রবার রাত সোয়া ৯টার দিকে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। গতকাল নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।</p>