<p>দেশের বিচার বিভাগ ও বিচারব্যবস্থাকে খাটো করে বক্তব্য দেওয়ায় প্রবাসী সাংবাদিক কনক সারোয়ার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেছেন আপিল বিভাগ। কেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে নোটিশে। আগামী ২৯ আগস্ট আদালতে হাজির হয়ে তাঁদের এই প্রশ্নের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সে পর্যন্ত আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকতে মহসিন রশিদকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।</p> <p>গতকাল রবিবার এসংক্রান্ত এক আবেদনের শুনানির পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। টক শোতে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া প্রবাসী সাংবাদিক কনক সারোয়ার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদের বিরুদ্ধে ২৬ জুন আদালত অবমাননার আবেদন করেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী। পরে ৪ জুলাই এই আবেদনের শুনানির পর কনক সারোয়ার ও মহসিন রশিদকে তলব করেন আপিল বিভাগ। ২১ জুলাই আদালতে হাজির হয়ে তাঁদের ব্যাখ্যা দিতে বলা হয়।</p> <p>আর আইনজীবী মহসিন রশিদকে আদালত নির্দেশ দেন সুপ্রিম কোর্টে আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকতে।<br /> নির্দেশ মতো ২১ জুলাই আদালতে হাজির হন মহসিন রশিদ। আদালত শুনানির জন্য ২৮ জুলাই তারিখ নির্ধারণ করেন। সেই ধারাবাহিকতায় গতকাল রবিবার আবেদনটির শুনানি হয়।</p> <p>আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তাপস কান্তি বল। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব। শুনানিতে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি আইন পেশা পরিচালনা থেকে বিরত না রাখতে আরজি জানিয়েছিলেন মহসিন রশিদ।</p>