ঢাকা, বুধবার ০৯ জুলাই ২০২৫
২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ০৯ জুলাই ২০২৫
২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মহররম ১৪৪৭

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির মূল্যায়ন

  • ড. ফরিদুল আলম
শেয়ার
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির মূল্যায়ন

ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করলেন যে তিনি চাইলেই এই যুদ্ধের বিরতি সম্ভব। এর আগে একাধিকবার ইরানের পক্ষ থেকে এমন দাবি জানানো হলেও তিনিইসরায়েল এই যুদ্ধে ভালো করছে এবং তাদের থামানো ঠিক হবে না’—এমন কথা বলে যুদ্ধবিরতির বিষয়ে নিজের অনাগ্রহের বিষয়টি জানান দেন। যুদ্ধের এই ডামাডোলের মাঝে যেভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি নিজের নগ্ন

রূপটি বিশ্ববাসীর সামনে উন্মোচন করল, এটি মার্কিন জাতির জন্য নিঃসন্দেহে একটি কলঙ্ক হিসেবে থাকবে অনেক দিন। এমনিতেই মার্কিন পররাষ্ট্রনীতিতে সরকার পরিবর্তনের সঙ্গে তেমন মৌলিক পরিবর্তন না ঘটলেও ডোনাল্ড ট্রাম্পের এই মেয়াদের শাসনব্যবস্থায় পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিছু মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়।

এর পরও আমরা যে বিষয়টি স্পষ্ট দেখতে পাই, সেটি হচ্ছে ইসরায়েলের বিষয়ে মার্কিন সরকারের নীতি আগের জায়গায়ই বহাল রয়েছে। শুধু তা-ই নয়, বরং প্রেসিডেন্ট ট্রাম্প এই জায়গায় অনেক বেশি ইসরায়েলপ্রীতির প্রমাণ দিচ্ছেন।

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির মূল্যায়নইরান-ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধটি ১২ দিন স্থায়িত্ব পেলেও এটির পেছনে ডোনাল্ড ট্রাম্পের সুদূরপ্রসারী উদ্দেশ্য এবং বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করা অন্যতম লক্ষ্যএই বিষয়গুলোই এখানে সর্বাগ্রে প্রমাণিত হয়েছে। কিভাবে একটু দেখে নেওয়া যাক।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েল ও পশ্চিমাদের অস্বস্তি দীর্ঘদিনের। বারাক ওবামার মেয়াদকালে ইরানের সঙ্গে ছয় জাতির সফল আলোচনার পর একটি চুক্তি সম্পাদনে সক্ষম হলেও এবং ইরান এই চুক্তির লঙ্ঘন করছে রকম সুস্পষ্ট দাবি না থাকা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে বের করে নিয়ে আসেন। এর পরপরই ইরাকের অভ্যন্তরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রভাবশালী কমান্ডার কাসেম সোলাইমানি। এর বাইরেও ইসরায়েল ও মার্কিন যৌথ প্রচেষ্টায় বিভিন্ন সময়ে ইরানের পরমাণুবিজ্ঞানীদের বেছে বেছে হত্যা করা হয়।
ট্রাম্পের প্রথম মেয়াদের পর জো বাইডেন গাজা যুদ্ধে ইসরায়েলকে সর্বতোভাবে অস্ত্র এবং অর্থের জোগান দিয়ে সহায়তা করলেও ইরানের ওপর ইসরায়েলের হামলা পরিচালনা বিষয়ে তাঁর উপদেষ্টাদের পরামর্শ সত্ত্বেও সম্মতি দেননি। মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি হামাস, হুতি ও হিজবুল্লাহর মতো সংগঠনগুলোকে উপর্যুপরি হামলার মধ্য দিয়ে দুর্বল করার পরএখনই ইরানের ওপর হামলা করে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে আঘাত হেনে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা ছেঁটে ফেলা উচিত’—এমন পরামর্শকে তিনি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং মার্কিন নিরাপত্তার জন্য যথেষ্ট যৌক্তিক বলে বিবেচনা করেননি। এবার ট্রাম্প দায়িত্ব নিয়েই সেই দায়িত্বটি পালন করলেন। এখানে তাঁরও ব্যক্তিগত রাজনৈতিক বিবেচনা রয়েছে, আর তা হচ্ছে এর পরের মেয়াদে তিনি আর মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন না। সুতরাং জনপ্রিয়তা অর্জন বা হারানোর কিছু নেই।
  

এবার আশা যাক বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত রাজনৈতিক উদ্দেশ্যের দিকে। গাজায় হামাস নিধনের নামে দেড় বছরের বেশি সময় ধরে নেতানিয়াহু যা করছেন, তা আন্তর্জাতিক আইনে গণহত্যা হিসেবে আখ্যায়িত হয়েছে, যার জেরে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত জারি করা হয়েছে। ইরানের সাম্প্রতিক হামলায় তিনি ইসরায়েলের অভ্যন্তরে হাসপাতাল এবং মসজিদের ওপর হামলাকে বর্বরোচিত বলে আখ্যা দিয়েছেন, অথচ এই কাজগুলো তিনি দিনের পর দিন গাজায় ঘটিয়েছেন এবং এখনো ঘটিয়ে যাচ্ছেন, যার পেছনে যুক্তরাষ্ট্রের ছায়ার মতো অব্যাহত সমর্থন বিদ্যমান। এই সময়ে এসে তিনি অভ্যন্তরীণভাবে এমন এক পরিস্থিতি মোকাবেলা করছেন, যা এর আগে ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রীকে মোকাবেলা করতে হয়নি। রজনৈতিক টানাপড়েনের জেরে তাঁর ডানপন্থী সরকারের কয়েকটি মিত্র এরই মধ্যে তাঁর ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে, জিম্মি মুক্তির দাবি এবং ক্রমবর্ধমান নিরাপত্তা শঙ্কায় প্রতিদিন ইসরায়েলের ভেতরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ হচ্ছে। এই অবস্থাকে অন্য খাতে প্রবাহিত করতে তিনি এমন এক সময়কে বেছে নিলেন, যখন এটি চাউর হতে লাগল যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।

এখানে ট্রাম্প নেতানিয়াহুর অবস্থাকে কাজে লাগিয়ে নিজের স্বার্থকেও যেন একটু ঝালাই করে নিলেন। তিনি জানেন যে নেতানিয়াহু সরকারের যেকোনো সময় পতন ঘটলে ইসরায়েলের নতুন সরকারের গাজা ও ইরান নীতির ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে এবং তারা নেতানিয়াহুর মতো বিষয়গুলো নিয়ে এতটা আগ্রাসী না হয়ে জনপ্রত্যাশা ধারণ করে নীতির সংশোধন আনতে পারে। সে ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রটি বাধাগ্রস্ত হতে পারে ইরানের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। অনেকেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মাঝে ইসরায়েলের হামলাকে উসকানি হিসেবে দেখে একটি শান্তিপূর্ণ কাজকে বাধাগ্রস্ত করার জন্য ইসরায়েলকে দায়ী করেছে এবং এর পরও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখাকে সমালোচনা করেছেন। তবে বিশ্লেষণ করলে দেখা যাবে যে ট্রাম্প আসলে এমনটিই চাইছিলেন, যা তাঁর হয়ে সম্পাদন করে দিলেন রাজনৈতিক জনপ্রিয়তায় বর্তমানে ভাটা পড়া নেতানিয়াহু, যা তাঁর পরের কোনো প্রধানমন্ত্রী হয়তো এতটা স্বচ্ছন্দে করতে পারতেন না। আর এখানেই অনেকে পুরো প্রক্রিয়াটিকে সন্দেহের চোখে দেখছেন। তাঁরা পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলমান থাকা সত্ত্বেও ইসরায়েলের প্রথমে ইরান আক্রমণ এবং পরবর্তী সময়ে সেই আক্রমণে ট্রাম্পের যুক্ত হওয়াকে সন্দেহের চোখে দেখছেন। তাঁরা মনে করেন, এভাবেই ট্রাম্প আলোচনার নামে আসলে সময়ক্ষেপণ করেছেন এবং ইসরায়েলকে এই সুযোগটি করে দিয়েছেন এবং যার মধ্য দিয়ে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র আপাতদৃষ্টিতে উভয়ের স্বার্থ সংরক্ষিত হলো।

এই যুদ্ধের প্রথম দিকে ইসরায়েলের পক্ষ থেকে কিছু দাবিকে কেন্দ্র করে ধারণা করা হয়েছিল যে ইরানে সরকার পরিবর্তন ছাড়া এই হামলা বন্ধ হবে না। কিন্তু আমরা দেখলাম, যুদ্ধের প্রবল উত্তেজনার মাঝেই ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা দিলেন। এই যুদ্ধবিরতি ঘোষণাকে ব্যাখ্যা করা যায় এভাবে : প্রথমত, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র, বিশেষ করে ট্রাম্প বিশ্বের কাছে নিজেকে একজন সফল মধ্যস্থতাকারী এবং উত্তেজনার বিস্তার রোধে বড় ভূমিকা পালনকারী প্রমাণ করতে চেয়েছেন। দ্বিতীয়ত, এমন একটা সময় তিনি বিরতির ঘোষণা দিয়েছেন, যার কিছুক্ষণ আগে ইরান মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কাতার ও ইরাকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে মার্কিন জানমালের ক্ষতি না হলেও ইরানের পক্ষ থেকে উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটিগুলো (যেগুলো ইরানের লক্ষ্যবস্তুর ভেতরে) লক্ষ্য করে কোনো ধরনের বড় ক্ষতির দায় গিয়ে পড়বে ট্রাম্পের ওপর, যা দেশের ভেতর ব্যাপক জনরোষ সৃষ্টি করতে পারে। তৃতীয়ত, ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে অর্থাৎ তারা ইরানের পরমাণু অবকাঠামো, এর সঙ্গে জড়িত বিজ্ঞানীদের একটা বড় সংখ্যায় এবং সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ সেনা কমান্ডারকে হত্যা করতে সক্ষম হয়েছে। এসবের মধ্য দিয়ে ধারণা করা যেতে পারে যে ইরানকে আবারও আগের সক্ষমতায় ফিরতে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হবে। সুতরাং তাদের প্রাথমিক শঙ্কা কেটে গেছে। সে ক্ষেত্রে সরকার পরিবর্তন এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়।

১২ দিনব্যাপী এই যুদ্ধে জয়-পরাজয় নির্ধারিত না হলেও নৈতিকতার বিবেচনায় ইরান অনেকটাই এগিয়ে রয়েছে। এই যুদ্ধে ইসরায়েল প্রথম হামলা করে জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদ লঙ্ঘন করেছে, যা রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ হিসেবে দেখা যায়। ইরান সনদের ৫৩ অনুচ্ছেদের আলোকে আত্মরক্ষার্থে এর জবাব দিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেনি, বরং বারবার ইসরায়েলের হামলা বন্ধ হলে তারাও পাল্টা হামলা চালাবে না বলে অঙ্গীকার করেছে, যা তারা প্রতিপালন করে যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তাদের সংসদ গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধের বিষয়টি অনুমোদন দিলেও ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল এই বিষয়ে সিদ্ধান্তে আসার আগেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা এলো। এর মধ্য দিয়ে ইরান এই পথ বন্ধ করে আন্তর্জাতিক বাণিজ্য বাধাগ্রস্ত করেছে বা করতে চাইছে এমন কোনো অভিযোগ দেওয়া যাবে না। ইরানের শাসকদের জন্য সবচেয়ে সুবিধার জায়গাটি হচ্ছে, দেশের ভেতর অনেক বছর ধরে সরকারবিরোধী আন্দোলন চললেও এই যুদ্ধকে কেন্দ্র করে তাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার জায়গাটি আরো সুসংহত হয়েছে। এসব বিবেচনায় বলা যায়, ইরান ফুরিয়ে যায়নি, বরং আগামী দিনে আরো ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা পেল।

 

লেখক : অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

mfulka@yahoo.com 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ন্যাটোর বর্ধিত প্রতিরক্ষা ব্যয় ও বৈশ্বিক উদ্বেগ

    ড. সুজিত কুমার দত্ত
শেয়ার
ন্যাটোর বর্ধিত প্রতিরক্ষা ব্যয় ও বৈশ্বিক উদ্বেগ

সম্প্রতি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর প্রতিরক্ষা বাজেট অস্বাভাবিক হারে বৃদ্ধির বিষয়টি বিশ্ব উদ্বেগ নিয়ে দেখছে। ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ নির্ধারণের ব্যাপারে একমত হয়েছে। এই সুদূরপ্রসারী সিদ্ধান্ত শুধু ন্যাটোর নিজস্ব ভবিষ্যৎ নিরাপত্তা কৌশলই নয়, বরং সমগ্র বৈশ্বিক নিরাপত্তার প্রেক্ষাপটে এক নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে।

ইউক্রেন যুদ্ধ ন্যাটোর সদস্য দেশগুলোকে তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর এবং সম্মিলিত প্রতিরক্ষাব্যবস্থার প্রতি আরো বেশি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে তীব্রভাবে সচেতন করেছে।

এটি শুধু ইউক্রেনের সীমানায় সংঘটিত একটি যুদ্ধ নয়, বরং ইউরোপের স্থিতিশীলতা এবং ন্যাটো জোটের ভবিষ্যৎ অস্তিত্বের ওপর সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, সন্ত্রাসবাদের ক্রমাগত হুমকি এবং চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক শক্তিকেও এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো মনে করে যে এই বহুমুখী হুমকির মুখে তাদের ঐক্যবদ্ধ এবং শক্তিশালী প্রতিরক্ষা অপরিহার্য।

ন্যাটোর নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী, সদস্য রাষ্ট্রগুলো ২০৩৫ সালের মধ্যে তাদের জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা ও নিরাপত্তাসংক্রান্ত মূল খাতে ব্যয় বা বিনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

এটি ২০১৪ সালে নির্ধারিত ২ শতাংশের লক্ষ্যমাত্রার চেয়ে আড়াই গুণ বেশি। এই ৫ শতাংশের মধ্যে অন্তত ৩.৫ শতাংশ ব্যয় করা হবে সরাসরি প্রতিরক্ষার জন্য। অর্থাৎ সামরিক সরঞ্জাম ক্রয়, গবেষণা ও উন্নয়ন, সৈন্য প্রশিক্ষণ এবং সামরিক অবকাঠামো নির্মাণে। বাকি ১.৫ শতাংশ ব্যয় করা হবে প্রতিরক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো, নাগরিক প্রস্তুতি, উদ্ভাবন এবং প্রতিরক্ষা শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধির জন্য।

ন্যাটোর এই পদক্ষেপ বৈশ্বিক নিরাপত্তার প্রেক্ষাপটে এক নতুন সমীকরণ তৈরি করবে, যার বহুমাত্রিক প্রভাব রয়েছে। প্রথমত, ন্যাটোর সম্মিলিত সামরিক সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, উন্নত প্রশিক্ষণ এবং শক্তিশালী সামরিক কাঠামো সম্ভাব্য আগ্রাসীদের জন্য একটি শক্তিশালী প্রতিরোধক হিসেবে কাজ করবে। ইউরো-আটলান্টিক অঞ্চলে ন্যাটোর উপস্থিতি আরো জোরদার হবে, যা এই অঞ্চলের দেশগুলোর মধ্যে আত্মবিশ্বাস বাড়াবে এবং স্থিতিশীলতা আনতে সাহায্য করবে।

দ্বিতীয়ত, ন্যাটোর এই বিশাল প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি রাশিয়া, চীন এবং তাদের মিত্রদের তাদের নিজস্ব সামরিক ব্যয় আরো বাড়াতে উৎসাহিত করবে।

এর ফলে একটি নতুন বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে, যা ঠাণ্ডা যুদ্ধের সময়ের চেয়েও দ্রুতগতিসম্পন্ন হতে পারে। কারণ বর্তমানে প্রযুক্তিগত অগ্রগতি অনেক বেশি দ্রুত। এই প্রতিযোগিতা শুধু প্রচলিত অস্ত্রেই সীমাবদ্ধ থাকবে না, বরং পারমাণবিক অস্ত্র, সাইবার নিরাপত্তা, মহাকাশ প্রতিরক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক সামরিক প্রযুক্তিগুলোতেও এর প্রভাব দেখা যাবে। এই ধরনের প্রতিযোগিতা বিশ্বজুড়ে উত্তেজনা বাড়াবে এবং ভুল-বোঝাবুঝি বা আকস্মিক সংঘাতের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেবে।

তৃতীয়ত, জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর জন্য একটি বিশাল আর্থিক বোঝা। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে, মুদ্রাস্ফীতি বাড়তে পারে এবং জনসাধারণকে সামাজিক খাতে (যেমনস্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামো) কম বরাদ্দ নিয়ে চলতে হতে পারে। এই ব্যয়ভার বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে, বিশেষ করে যদি অন্যান্য দেশও একই পথে হাঁটে। এটি আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

চতুর্থত, ন্যাটোর এই সামরিকীকরণ তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য নতুন উদ্বেগ তৈরি করতে পারে। উন্নত দেশগুলো যখন তাদের সামরিক শক্তি বৃদ্ধিতে মনোযোগী হয়, তখন উন্নয়নশীল দেশগুলোর জন্য উন্নয়ন সহায়তা, মানবিক সাহায্য বা আন্তর্জাতিক সহযোগিতা কমে যাওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া বৈশ্বিক মেরুকরণ বাড়লে তৃতীয় বিশ্বের দেশগুলো বড় শক্তিগুলোর প্রতিযোগিতার শিকার হতে পারে এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ঝুঁকি বাড়তে পারে। পঞ্চমত,  ন্যাটোর এই পদক্ষেপ বিশ্বকে আরো বেশি সামরিক জোটকেন্দ্রিক ও মেরুকৃত করতে পারে। ন্যাটো একটি শক্তিশালী সামরিক জোটে পরিণত হলে এর বিপরীতে রাশিয়া-চীন অক্ষ আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করবে, যা বিশ্বকে দুটি প্রধান সামরিক ব্লকে বিভক্ত করার দিকে ঠেলে দিতে পারে।

ন্যাটোর বর্ধিত প্রতিরক্ষা বাজেট বিশ্বকে এক নতুন এবং অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এই সিদ্ধান্তকে ন্যাটোর অভ্যন্তরীণ ঐক্য ও নিরাপত্তার জন্য অপরিহার্য মনে করা হলেও এর সুদূরপ্রসারী প্রভাব বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সামরিক শক্তি বৃদ্ধি অবশ্যই জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ দিক, তবে তা যেন বৈশ্বিক শান্তি ও সহযোগিতার মূল্যবোধকে ছাড়িয়ে না যায় তা নিশ্চিত করা অত্যাবশ্যক। এই মুহূর্তে সামরিক ব্যয়ের প্রবণতা থেকে সরে এসে কূটনীতি, আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়ার ওপর জোর দেওয়া পূর্বের চেয়েও বেশি জরুরি। ন্যাটোর এই সিদ্ধান্ত বৈশ্বিক নিরাপত্তায় কী ধরনের নতুন সমীকরণ নিয়ে আসে, তা সময়ই বলে দেবে। তবে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বিশ্ব গড়ার জন্য সব দেশেরই দায়িত্বশীল আচরণ এবং দূরদর্শী পদক্ষেপ প্রয়োজন।

 

লেখক : অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

datta.ir@cu.ac.bd

মন্তব্য

জুলাই আন্দোলন : প্রত্যাশা ও প্রাপ্তি

    সাঈদ খান
শেয়ার
জুলাই আন্দোলন : প্রত্যাশা ও প্রাপ্তি

শুধু রাজনৈতিক মতপার্থক্যের কারণেশুধু ভিন্নমত পোষণ করলেইএকটি রাষ্ট্র যদি তারই নাগরিকদের ধরে নিয়ে যায়, দিনের পর দিন বন্দি করে রাখে, নির্মম, নিষ্ঠুর, অমানবিক এবং অবর্ণনীয় নির্যাতনে হত্যা করে, তারপর নিথর দেহটি পর্যন্ত গোপনে গুম করে ফেলে, তাহলে প্রশ্ন উঠে এই বর্বরতা থেকে রাষ্ট্র কী আনন্দ পায়? রাষ্ট্রের প্রতিনিধি, জনগণের নির্বাচিত প্রতিনিধিএতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? আয়নাঘরের ইতিহাস আমাদের সামনে এক ভয়াবহ চিত্র তুলে ধরেযেখানে প্রতিটি গুম, প্রতিটি নিষ্ঠুরতা আর প্রতিটি মৃত্যুর সঙ্গে সঙ্গে মানবতা বারবার হেরে গেছে রাষ্ট্রীয় পাশবিকতার কাছে। এই ভয়ংকর ইতিহাস থেকে কি আগামী দিনের সরকার ও তার নিরাপত্তা বাহিনী কোনো শিক্ষা নেবে? নাকি আগের মতোই নিষ্ঠুরতার ধারাবাহিকতা বজায় থাকবে? তবে আমরা সেই খুনি রাষ্ট্র দিয়ে কী করব?

চব্বিশের গণ-অভ্যুত্থান ছিল দুঃখ-দুর্দশার বিরুদ্ধে জনতার এক অভূতপূর্ব সংগ্রাম। এটি ছিল গণতন্ত্রের পুনর্জন্ম ও বৈষম্যহীন সমতার বাংলাদেশ গড়ার ডাক। এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, সুশাসন এবং ন্যায্য সমাজ গড়ার প্রত্যাশা।

২০২৪ সালের জুলাই মাসটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক উত্তাল ও ঘটনাবহুল অধ্যায়। মানুষের বিশ্বাস জন্মেছিল, ইতিহাস এবার নতুনভাবে লেখা হবে। কিন্তু বছরের শেষ নাগাদ দেখা গেল সেই বিশ্বাস ও বাস্তবতার মাঝে রয়েছে বিস্তৃত ফারাক।

এই গণ-আন্দোলন হঠাৎ গড়ে ওঠেনি।

দীর্ঘ সাড়ে পনেরো বছরের দুঃশাসন, গুম-খুন, ভোটাধিকার হরণ, বিচারহীনতা, দলীয় দমননীতি, রাজনৈতিক প্রতিহিংসা, দুর্নীতি ও সামাজিক বৈষম্য এই আন্দোলনের ভিত্তি রচনা করে। আন্দোলনের পেছনে ছিল বিএনপি, বামপন্থী রাজনৈতিক দল, ইসলামী দল, পেশাজীবী সংগঠন, মানবাধিকার ও নারী সংগঠন, পরিবেশবাদী, প্রবাসী সমাজ, এমনকি সরকারি চাকরিজীবীদের একাংশ ও আওয়ামী লীগের হতাশ কর্মীদেরও সক্রিয় বা নীরব সমর্থন। এটা সবার আন্দোলন

এই আন্দোলনের ফলেই গঠিত হয় একটি অন্তর্বর্তী সরকার।

ড. ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকার নিয়ে জনমনে আশা ছিল যে এটি হবে অন্তর্ভুক্তিমূলক, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল। কিন্তু ক্রমেই এ সরকারের মধ্যে নির্বাচিত এলিটদের নিয়ে ক্ষমতা কেন্দ্রীভূত করার প্রবণতা স্পষ্ট হয়। উপদেষ্টা পরিষদে বাদ পড়ে গণ-আন্দোলনের চালিকাশক্তি রাজনৈতিক দল, শ্রমিক, কৃষক, নারী, আদিবাসী ও পেশাজীবীদের প্রতিনিধিত্ব। আন্দোলনকে মেটিক্যুলাস ডিজাইন হিসেবে তুলে ধরে জনতার বাস্তব ভূমিকা অস্বীকার করা হয় এবং আন্তর্জাতিকভাবে একক নেতৃত্বে আন্দোলনের কৃতিত্ব নির্দিষ্ট করা হয়, যা গণ-আন্দোলনের বহুমাত্রিকতাকে সংকুচিত ও বিকৃত করে।

৫ আগস্টের অভ্যুত্থানের পর নতুন করে শুরু হয় হামলা-মামলা, সন্ত্রাস, খুন, নির্যাতনের ধারা।

গুম হওয়া মানুষ ফেরে না, দুর্নীতি বন্ধ হয় না, অর্থপাচারকারী ধরা পড়ে না, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় না। জনগণের মৌলিক সমস্যা থেকে শুরু করে পরিবেশ, নিরাপত্তা, খাদ্য ও চিকিৎসাসব কিছুতেই ব্যর্থতার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। প্রশাসনিক সংস্কারের নামে র্যাব-পুলিশ-আনসারের পোশাক পাল্টানো হলেও চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।

গণ-অভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া। কিন্তু আজও সেই স্বপ্ন পূরণ হয়নি। এই পরিস্থিতিতে সংস্কার প্রশ্নেও অস্পষ্টতা দেখা দেয়। সংস্কারকে শুধুই একটি টিক দেওয়ার নীতিপত্রে পরিণত করে ধোঁয়াশাপূর্ণ করে তোলা হয়। নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে সংশয় ও বিভ্রান্তি বাড়ে।

২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলেও তাদের প্রস্তাবনা ও রাজনৈতিক ভাষা সাধারণ মানুষের বাস্তবতা ও চেতনার সঙ্গে মেলেনি। বাংলাদেশ নামবদলের চিন্তা, বাংলাদেশ জিন্দাবাদ-এর পরিবর্তে ইনকিলাব জিন্দাবাদ’—এসব প্রচেষ্টা বিভ্রান্তি তৈরি করে। দ্বিতীয় প্রজাতন্ত্র, রিসেট বাটন, নতুন সংবিধান ইত্যাদি ধারণা সাধারণ মানুষের জীবন থেকে বিচ্ছিন্ন এবং বাস্তবতাবিবর্জিত বলে অনেকে মনে করেন।

দলীয় প্রধান ও সংসদ নেতা আলাদা করা, উচ্চকক্ষ গঠন, ১৭ বছর বয়সে ভোটাধিকারএসব প্রস্তাব সাধারণের কাছে দুর্বোধ্য। মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য, সাংবাদিক ও নাগরিক সমাজকে হুমকি, আর নেতাদের প্রতি অবমাননাকর আচরণ তাদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। তারা হয়ে ওঠে শহুরে শ্রেণির কল্পনানির্ভর এক রাজনৈতিক কাঠামো।

অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিচারহীনতা, গুম-খুন অব্যাহত, মাজার ও সংখ্যালঘুদের ওপর হামলা বৃদ্ধি এবং নিরাপত্তা রক্ষায় এই সরকারের অবহেলা সমাজে নিরাপত্তাহীনতার বোধ তৈরি করেছে। উগ্রবাদী গোষ্ঠী ও সহিংস কর্মকাণ্ড সরকারের আইন-শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ। অভ্যুত্থানের পর ১১ মাস ধরে চলা মব কালচার, দমন-পীড়ন, প্রতিহিংসামূলক হামলাএগুলো স্পষ্ট করে জনগণের বিজয়ের পরও শাসনযন্ত্রের ব্যর্থতা। স্বৈরাচার ও তাদের দোসরদের বিচার না হওয়ায় জনগণ বেআইনি পথে ঝুঁকছে। মানুষ বুঝতে পারছে, আন্দোলন সফল হলেও ক্ষমতা কাঠামোর বদল না ঘটলে কোনো অর্থ নেই।

এই পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন, নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচনই একমাত্র বিকল্প। তিনি অন্তর্ভুক্তিমূলক, গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণে পরিচালিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহবান জানান। তাঁর মতে, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে একটি বৈধ, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন।

গণতন্ত্র শুধু একটি শাসনব্যবস্থা নয়; এটি মানুষের অধিকার, মর্যাদা এবং নিরাপত্তার প্রতীক। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের মতামত এবং অংশগ্রহণ। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে গণতন্ত্রকে বহুবার বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছে। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের পেছনে সাধারণ মানুষের যে ত্যাগ, তা শুধু সুশাসন এবং আইনের শাসন নিশ্চিত করলেই সার্থক হবে।

২০২৪ সালের এই আন্দোলনের চূড়ান্ত অর্জন হতে পারে স্থায়ী রাজনৈতিক সমঝোতা, গ্রহণযোগ্য নির্বাচনব্যবস্থা ও গণভিত্তিক সরকার। সংস্কার ছাড়া নির্বাচন নয় কিংবা আগে নির্বাচন তারপর সংস্কারএই বিতর্কের বাইরে বাস্তবতা হলো : সংস্কার ও নির্বাচন উভয়ই জরুরি। কারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে সুশাসন ও গণতন্ত্র টেকসই হয় না। ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থান প্রমাণ করে জনগণই প্রধান শক্তি। তারা ভোট, মতপ্রকাশ ও আন্দোলনের মাধ্যমে নেতৃত্ব বদলায়, জবাবদিহি প্রতিষ্ঠা করে।

এ জন্য নির্বাচনব্যবস্থায় প্রথমেই সংস্কার দরকার, যাতে অবাধ ও গ্রহণযোগ্য ভোট হয়। সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ছাড়া গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নেতৃত্ব গড়া সম্ভব নয়। অতএব জনগণের অংশগ্রহণে একটি নির্বাচিত, জবাবদিহিমূলক সরকার ও সংসদ গড়াই হবে অন্তর্বর্তী সরকারের যাবতীয় সংস্কার কার্যক্রমের প্রাথমিক ও প্রধান লক্ষ্য। কারণ রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার কখনোই কার্যকর ও টেকসই হয় না।

জুলাই আন্দোলন আমাদের শেখায়গণ-আন্দোলন যদি জনগণের দ্বারা গড়ে ওঠে, তবে তার ফসলও হতে হবে জনগণের হাতে।

 

লেখক : সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক, সাংগঠনিক সম্পাদক, ডিইউজে

মন্তব্য

উপকূলীয় জনজীবন রক্ষায় জরুরি উদ্যোগ প্রয়োজন

    বিধান চন্দ্র দাস
শেয়ার
উপকূলীয় জনজীবন রক্ষায় জরুরি উদ্যোগ প্রয়োজন

জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেরও উপকূলীয় অঞ্চলে ভয়াবহ বিপর্যয় নেমে আসছে। সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিভিন্ন গবেষণা প্রবন্ধ ও প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে দেশের উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা অনেক বৃদ্ধি পেয়েছে। সেখানকার কৃষি উৎপাদনের পরিমাণ ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এই অঞ্চলের মানুষ চর্মরোগ, ডায়রিয়া এবং অপুষ্টিতে আক্রান্ত হচ্ছে।

মেয়েদের প্রজননগত সমস্যা তৈরি হয়েছে বলে জানা গেছে। উচ্চ লবণাক্ততাযুক্ত পানীয়জল উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে রক্তচাপ বৃদ্ধিজনিত সমস্যা সৃষ্টি করছে। ফলে উপকূলীয় জনজীবন রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণ অনিবার্য হয়ে উঠেছে।

গত বছর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) লবণাক্ত মাটির বৈশ্বিক অবস্থা শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে প্রায় ১৪০ কোটি হেক্টর ভূমি (মোট ভূমির   ১০ শতাংশেরও কিছু বেশি) এরই মধ্যে লবণাক্ততার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরো অতিরিক্ত ১০০ কোটি হেক্টর জমি জলবায়ু সংকট ও মানবিক অব্যবস্থাপনার কারণে ঝুঁকির মুখে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত লবণাক্ততা জমির উর্বরতা কমায় এবং মারাত্মকভাবে পরিবেশগত ভারসাম্য নষ্ট করে। যেসব দেশ মারাত্মক ধরনের লবণাক্ততার শিকার হয়েছে সেসব দেশে ধান ও শিমজাতীয় ফসল প্রায় ৭০ শতাংশ কম হয়েছে।

সব থেকে বেশি জমি লবণাক্ততায় আক্রান্ত হয়েছে অস্ট্রেলিয়ায় (৩৫.৭ কোটি হেক্টর)। এর পরে আছে আর্জেন্টিনা (১৫.৩ কোটি হেক্টর)।

এরপর কাজাখস্তান (৯.৪), রাশিয়ান ফেডারেশন (৭.৭), মার্কিন যুক্তরাষ্ট্র (৭.৩৪), ইরান (৫.৫৬), সুদান (৪.৩৬), উজবেকিস্তান (৪.০৯), আফগানিস্তান (৩.৮২) এবং চীন ৩.৫)।

https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/07.july/09-07-2025/kalerkantho-ed-1a.jpgসাধারণভাবে ভূমির উপরিভাগ, মাটি বা শিলায় কিংবা নদী বা ভূগর্ভস্থ পানিতে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত পরিমাণ লবণ থাকলে সেই মাটি, শিলা, নদী বা ভূগর্ভস্থ পানিকে লবণাক্ত বলা হয়ে থাকে। উল্লেখ্য, এই লবণ বলতে সোডিয়াম ও ক্লোরাইড মিলে যে লবণ তৈরি হয় (সোডিয়াম-ক্লোরাইড : রান্নায় কিংবা খাবারে ব্যবহারযোগ্য) শুধু সেই ধরনের লবণ নয়। প্রকৃতপক্ষে লবণাক্রান্ত  মাটি বা পানিতে একাধিক লবণ পাওয়া যায়। সাধারণত ১২ প্রকার লবণ দ্বারা জমি বা পানি লবণাক্ত হয়।

 কোটি কোটি বছর ধরে ভূতাত্ত্বিক বিবর্তনের ধারায় লবণ বা লবণের উপাদানসমূহ ভূতাত্ত্বিক স্তরসমূহে সঞ্চিত হয়েছে। প্রাকৃতিক (বৃষ্টি, নদী, বাষ্পীভবন, সমুদ্রতলের আগ্নেয় ছিদ্র, ভূগর্ভস্থ গ্যাস ও লাভা ইত্যাদি) এবং মানবসৃষ্ট (ভূগর্ভস্থ পানি উত্তোলন, খনিজ সম্পদ আহরণ, বনভূমি ধ্বংস ও ভূমির অপরিকল্পিত ব্যবহার ইত্যাদি) কারণে ভূতাত্ত্বিক স্তর থেকে এসব লবণ কিংবা লবণের উপাদান জলাশয় ও মাটির ওপরে এসে পড়ে। কোটি কোটি বছর ধরে পূর্বোল্লিখিত প্রাকৃতিকভাবে সমুদ্রবক্ষে লবণ জমা হওয়ার কারণে সমুদ্রের পানি বেশি পরিমাণে লবণাক্ত হয়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে সেই লবণাক্ত পানি নানা প্রক্রিয়ায় (জলোচ্ছ্বাস, পানির ঘনত্বে পার্থক্য, শূন্যতা পূরণ ইত্যাদি) সমুদ্রসংলগ্ন ভূমিতে ঢুকে লবণাক্ততা সৃষ্টি করে। সমুদ্র সংযোগহীন দেশগুলোতে ভূস্তরে মিশে থাকা লবণ নানাভাবে বিশেষ করে বৃষ্টি, নদীর স্রোত, সেচ (ভূগর্ভস্থসহ) ইত্যাদির মাধ্যমে জমিতে জমা হয়ে থাকে। রাসায়নিক সার, কীটনাশক, শিল্পবর্জ্যের দ্বারাও জমি লবণাক্ততায় আক্রান্ত হতে পারে।

খাদ্য নিরাপত্তা এবং বৈশ্বিক মাটির স্বাস্থ্যের ওপর বড় ধরনের হুমকির মোকাবেলায় এফএও তাদের গ্লোবাল সয়েল পার্টনারশিপ-এর মাধ্যমে ২০২১ সালে লবণাক্ত মাটিবিষয়ক এক আন্তর্জাতিক  নেটওয়ার্ক, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অব সল্ট-অ্যাফেক্টেড সয়েলস (ইনসাস) গঠন করে। গ্লোবাল সয়েল পার্টনারশিপ খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের জন্য লবণাক্ত মাটি ব্যবস্থাপনায় জরুরি ও সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে। লবণাক্ত জমিতে লবণসহিষ্ণু ফসল ও হ্যালোফাইট (লবণপ্রিয় উদ্ভিদ) চাষ বৃদ্ধি করা এবং এসব ফসলের বাজার গড়ে তোলাসহ তাতে আর্থিক সহায়তা দানের ব্যাপারে জোর দেওয়া হয়েছে।

বাংলাদেশে ২৬ লাখ একরেরও বেশি জমি লবণাক্ততার শিকার (এফএও, ২০২৪)। বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) থেকে বলা হয়েছে যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮টি জেলার ৯৩টি উপজেলা বিভিন্ন মাত্রায় লবণাক্ততায় আক্রান্ত। গত বছর প্রকাশিত একটি প্রবন্ধে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাটিতে সর্বনিম্ন ও সর্বোচ্চ লবণের পরিমাণ দেখানো হয়েছে যথাক্রমে ০.০৫ মিলিসিমেন্স/সেন্টিমিটার ও ৯.০৯ মিলিসিমেন্স/সেন্টিমিটার (সরকার ও অন্যান্য, ২০২৪)।  সাধারণত মার্চ থেকে এপ্রিল পর্যন্ত এই অঞ্চলে সব থেকে বেশি লবণাক্ততা বিরাজ করে।

সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিভিন্ন গবেষণা প্রবন্ধ ও প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লবণাক্ততা সেখানকার কৃষি উৎপাদনের পরিমাণ ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত হ্রাস করছে। দেশের দক্ষিণ-মধ্য-উপকূলীয় অঞ্চলে উচ্চ লবণাক্ততায় আক্রান্ত জমিতে নিম্ন লবণাক্ততায় আক্রান্ত জমির তুলনায় ৮০ শতাংশের বেশি পরিমাণ বোরো ধান কম উৎপাদন হতে পারে (ভূঁইয়া ও অন্যান্য ২০২৩)। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিরাজমান লবণাক্ততা সেখানকার জনস্বাস্থ্যের জন্যও হুমকি তৈরি হয়েছে। এই অঞ্চলের মানুষ চর্মরোগ, ডায়রিয়া এবং অপুষ্টিতে আক্রান্ত হচ্ছে। মেয়েদের প্রজননগত সমস্যা তৈরি হয়েছে বলে জানা গেছে। কয়েক বছর আগে প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়েছিল যে উচ্চ লবণাক্ততাযুক্ত পানীয়জল উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে রক্তচাপ বৃদ্ধিজনিত সমস্যা সৃষ্টি করছে (নাহিয়ান ও অন্যান্য, ২০১৮)।

বাংলাদেশের উপকূলীয় এলাকায় লবণাক্ততার কারণগুলোর মধ্যে রয়েছে জোয়ার ও জলোচ্ছ্বাসের সময় জমি ও পুকুরে নোনা পানি ঢুকে পড়া, ভূগর্ভে নোনা পানির অনুপ্রবেশ, চিংড়ি চাষ, লবণ চাষ, নদীতে পলি জমা, নদীর স্রোত কমে যাওয়া ইত্যাদিসহ জলবায়ু পরিবর্তনের সম্মিলিত অভিঘাত। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে সমুদ্রের পানির স্তর বৃদ্ধি এবং উজানে মিঠা পানির প্রবাহ পরিবর্তনের সম্মিলিত প্রভাবের কারণে নদীর পানির লবণাক্ততা বাড়ছে বলে বলা হচ্ছে (বিশ্বব্যাংক, ২০২৫)।

এসআরডিআই থেকে ২০১০ সালে প্রকাশিত লবণাক্ততা রিপোর্টে লবণাক্ততা সমস্যা মোকাবেলায় গবেষণাউন্নয়ন’—এই দুটি উপ-শিরোনামের অধীনে অনেকগুলো সুপারিশ করা হয়েছিল। রিপোর্টে পানি ও মাটি ব্যবস্থাপনা প্রযুক্তির উন্নয়ন, লবণসহিষ্ণু ফসলের জাত উন্নয়ন, ভূ-উপরিস্থিত লবণ ধুয়ে ফেলা, মাটি ও পানির লবণাক্ততা নিবিড়ভাবে পর্যবেক্ষণ, অপ্রচলিত লবণসহিষ্ণু ফসলের সম্প্রসারণ, মৃত/মৃতপ্রায় নদী-খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানি উত্তোলন সীমিত রাখা ইত্যাদিসহ মোট সুপারিশ সংখ্যা ছিল ২২টি।

লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্র নামে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় এসআরডির একটি প্রতিষ্ঠান ২০০১ সাল থেকে পূর্ণাঙ্গভাবে লবণাক্ততা মোকাবেলায় কাজ করছে। এরই মধ্যে এই কেন্দ্র থেকে কলস সেচ প্রযুক্তি, লবণাক্ত এলাকায় ডিবলিং পদ্ধতিতে ভুট্টা চাষ, খামার পুকুর প্রযুক্তি, দুই স্তর মালচিং পদ্ধতি ইত্যাদি উদ্ভাবন করা হয়েছে। এসব কৌশলের প্রশিক্ষণও দেওয়া হয় বলে জানা গেছে। জাভা (ইন্দোনেশিয়া)-র সর্জন নামক একটি চাষ পদ্ধতি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে জনপ্রিয় হচ্ছে। এই পদ্ধতিতে উঁচু বেড এবং গভীর খাত পর্যায়ক্রমে তৈরি করা হয় এবং এর মাধ্যমে লবণাক্ততা, বন্যা ও জলাবদ্ধতা মোকাবেলা করা সম্ভব হচ্ছে বলে বিভিন্ন গবেষণা প্রবন্ধে বলা হয়েছে। পানীয়জলের জন্য বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর বালু ফিল্টার পদ্ধতি জনপ্রিয়করণ, লবণমুক্তকরণ ইউনিট স্থাপন, ভূ-উপরিস্থিত পানি শোধন প্লান্ট স্থাপন ইত্যাদি কৌশল অবলম্বন করা যেতে পারে।

 দেশের লবণাক্ততা মোকাবেলার জন্য এসআরডিআই-এর সুপারিশমালা ও উপরোক্ত কৌশলসমূহ একটি সামগ্রিক ব্যবস্থাপনার অধীনে প্রয়োগ করা প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন কৌশলও পরিবর্তন দরকার। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার লবণাক্ততা মোকাবেলার সামগ্রিক ও অভিযোজিত কৌশল বহু দশকের অভিজ্ঞতা ও সরকারের উল্লেখযোগ্য বিনিয়োগের ওপর নির্ভর করে গড়ে উঠেছে।

লেখক : অবসরপ্রাপ্ত অধ্যাপক

রাজশাহী বিশ্ববিদ্যালয়

মন্তব্য

ইরানের পরমাণু স্থাপনায় আবারও মার্কিন হামলার শঙ্কা

    ড. ফরিদুল আলম
শেয়ার
ইরানের পরমাণু স্থাপনায় আবারও মার্কিন হামলার শঙ্কা

ইরানের পরমাণু স্থাপনাগুলো যুক্তরাষ্ট্রের বোমা হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তাঁদের মজুদ করা ইউরেনিয়াম সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কি না বা আদৌ এর কোনো ক্ষতি হয়েছে কি না, সে সম্পর্কে তাঁরা কিছু স্পষ্ট করেননি। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁরা তাঁদের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছেন এবং ইরানের পরমাণু কর্মসূচি কয়েক দশক পিছিয়ে দেওয়া গেছে। অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচির খুব একটা ক্ষতি হয়নি এবং তারা কয়েক মাস বা তারও কম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত সেন্ট্রিফিউজগুলো মেরামত করে নতুন করে ইউরেনিয়াম উৎপাদন করতে সক্ষম হবে।

আইএইএর এ ধরনের অবস্থানের ফলে নতুন করে প্রশ্ন উঠেছে, তারা তাদের ৪০০ কেজি ইউরেনিয়ামের মজুদ যদি রক্ষা করতে সক্ষম হয়ে থাকে, তাহলে দ্রুততম সময়ের মধ্যেই তারা পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারে। আর এ ক্ষেত্রে তাদের দিক থেকে পরমাণু অস্ত্র তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় তাগিদ হিসেবে কাজ করবে সাম্প্রতিক সময়ের ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলা, যা অন্ততপক্ষে দেশটির অভ্যন্তরীণ জনসমর্থনকে সরকারের পক্ষে নিতে পারে।

আইএইএ, ইরান বা যুক্তরাষ্ট্র-ইসরায়েল, কাদের দাবি কতটুকু যৌক্তিক, তা পরিষ্কার নয়। তবে মার্কিন বিমান হামলার পর ইরানের পার্লামেন্ট তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আইএইএকে আর কোনো ধরনের সহায়তা না করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, যা সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট অনুমোদন দিয়েছেন।

ইরানের দিক থেকে আইএইএর নিরপেক্ষতা নিয়ে অভিযোগ করা হয়েছে। তারা ইসরায়েল ও মার্কিন হামলার বিষয়ে নিন্দা জানায়নি, উপরন্তু মার্কিন-ইসরায়েলি চাওয়া অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টানতে চাইছে। ইরানের বক্তব্য থেকে এটিও বোঝা যায় যে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আইএইএর তদন্ত মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ভবিষ্যতে ইরানের বিষয়ে এক ধরনের তথ্য পাচারের শামিল, যার মাধ্যমে তারা ভবিষ্যতে তাদের ইরাননীতিকে পুনর্গঠন করবে।

প্রেসিডেন্ট ট্রাম্প যতই বলুন না কেন যে তাঁর দেশের বিমান হামলায় ইরানের পরমাণু কর্মসূচি গুঁড়িয়ে দেওয়া গেছে, বাস্তবে তিনি যে বিষয়টি নিয়ে চিন্তামুক্ত নন, এর আভাস পাওয়া গেছে তাঁর সাম্প্রতিক বক্তব্যে।

তিনি জানিয়ে দিয়েছেন যে ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্রধর হতে দেওয়া হবে না। আর যদি তারা এই প্রচেষ্টা আবারও করে, তাহলে ইরানে হামলা চালানো হবে বলে তিনি জানিয়ে দিয়েছেন। একই বক্তব্য ইসরায়েলের। এমন অবস্থায় আইএইএর অবস্থানকে ইরান দেখছে অন্যভাবে। আর তাই সম্প্রতি আইএইএর পর্যবেক্ষকদল ইরান সফর করে তাদের পরমাণু কর্মসূচি তদন্ত করতে চাইলে ইরানের পক্ষ থেকে তাদের ফেরত পাঠানো হয়েছে।
এমন বাস্তবতায় ইরান কী করছে বা করতে যাচ্ছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইরানের পরমাণু সক্ষমতার বিষয়টি এখনো বহাল রয়েছে, এটি প্রকাশ্যে স্বীকার না করলেও ভেতরে ভেতরে যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে যে তাদের এমন কিছু সক্ষমতা রয়েছে, যার মধ্য দিয়ে যেকোনো ধরনের ক্ষতি তারা পুষিয়ে ওঠার সামর্থ্য রাখে। সাম্প্রতিক যুদ্ধে নতুন করে প্রমাণিত হয়েছে যে ইরানের বর্তমান সরকারব্যবস্থা নিয়ে দেশটির ভেতরে ব্যাপক জন-অসন্তোষ থাকলেও রাষ্ট্রীয় নিরাপত্তা যখন বিপন্ন হতে বসে, তখন ইরানিরা সবাই এক জাতীয়তাবাদী আদর্শের পতাকাতলে সমবেত হয়। ইরানের সাবেক শাহর নির্বাসিত পুত্র রেজা শাহকে নিয়ে ইসরায়েল এবং পশ্চিমারা আবারও ইরানের ভেতরে সরকারবিরোধী আন্দোলনকে চাঙ্গা করতে চাইলেও ইরানে ইসরায়েলের হামলা এবং প্রাণহানি নিয়ে তিনি ইসরায়েলের প্রশংসা করে সরকারবিরোধীদেরও রোষানলে পড়েছেন। পশ্চিমারা রেজা শাহকে সামনে নিয়ে ইরানে নতুন করে কোনো বিপ্লব সংগঠিত করতে চাইলে এ ক্ষেত্রে এর ব্যর্থতা অনিবার্য। তবে ইরানকে আবারও ঘুরে দাঁড়ানো দেখাটাও তাদের জন্য এক চপেটাঘাতের শামিল। আর সে জন্যই ইরানের নীতিনির্ধারকরা পর্যন্ত এটি শঙ্কা করছেন যে আইএইএকে কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে নাএমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও ইরানে হামলা করে বসতে পারে। 

ইরানের অবস্থানকে সুবিধার মনে করছে না মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের অস্থিরতার প্রকাশ ঘটেছে তাঁর নতুন সিদ্ধান্তে। গত ৪ জুলাই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছেন। এই নিষেধাজ্ঞা ইরানের ওপর আগেকার নিষেধাজ্ঞার চেয়ে কিছুটা ব্যতিক্রম। এত দিন ধরে চাউর ছিল যে ইরানের তেল ও গ্যাস রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকলেও শ্যাডো ফ্লিটের (গোপন জাহাজ) মাধ্যমে ইরান এই রপ্তানি চালিয়ে যাচ্ছে। নতুন করে জানা গেছে, ইরাকি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী সালেহ আহমেদ সাঈদীর মালিকানাধীন বিভিন্ন কম্পানির মাধ্যমে ইরানের তেল ইরাকের তেলের সঙ্গে মিশ্রিত হয়ে আরব আমিরাত হয়ে পশ্চিমা দেশগুলোতে রপ্তানি হয়ে আসছে, যার মাধ্যমে বছরে ১০০ কোটি ডলারের বেশি আয় করছে ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প ব্যবসায়ী সালেহর কম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন, যেন ইরান এভাবে বাণিজ্য করে এর থেকে অর্জিত অর্থ দিয়ে তা সামরিক খাতে ব্যয় করতে না করে। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন, ইরানের পরমাণু কর্মসূচি থেকে তাকে বিরত রাখতে হলে সর্বাগ্রে তার অর্থনৈতিক সামর্থ্যের জায়গায় আঘাত করতে হবে। তবে এখানে একটি কথা থেকে যায়, যে ১০০ কোটি ডলার আয়ের কথা বলা হয়েছে, বাস্তবে এটি ইরানের অর্থনীতিতে যে খুব একটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে তার পারমাণবিক সক্ষমতাকে চালিয়ে নেওয়ার জন্য, সেটি খুব একটা যুক্তিগ্রাহ্য নয়।  

মোটকথা হচ্ছে, ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলের স্বার্থের পথে সবচেয়ে বড় বাধা। এখন কথা হচ্ছে, ইরান যদি এমনটা মনে করে থাকে যে তারা আবারও সম্ভাব্য হামলা থেকে নিরাপদ নয়, সে ক্ষেত্রে তাদের প্রতিরক্ষার ধরন কেমন হবে? এ ক্ষেত্রে এই মুহূর্তে কয়েকটি অনুমান করা যেতে পারে। প্রথমত, হরমুজ প্রণালি ঘিরে তারা তাদের কৌশলকে শাণিত করতে পারে, যেন পশ্চিমা বিশ্ব ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে আগাম ধারণা পেতে পারে; দ্বিতীয়ত, তাদের নতুন করে আরো উন্নতমানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংগ্রহ করে ভাণ্ডারকে সমৃদ্ধ করতে হবে; তৃতীয়ত, যুদ্ধাস্ত্রের ক্ষেত্রে ইসরায়েলি প্রযুক্তির বিপরীতে নিজেদের প্রযুক্তি দুর্বলএই বাস্তবতার আলোকে এটিকে আরো উন্নত করতে হবে। এ ক্ষেত্রে তারা চীন ও রাশিয়ার সহায়তা নিতে পারে এবং চতুর্থত, রাশিয়ার সঙ্গে তাদের চলমান কৌশলগত সম্পর্ককে আরো কার্যকর করার পাশাপাশি চীনের সঙ্গে সম্পর্ককে উন্নত করা এবং ইসরায়েলের যেমন যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তি সর্বদা তাদের পাশে রয়েছে, ইরানকেও এমন পাশে থাকার মতো বৃহৎ শক্তিধর রাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে আরো জোরদার করতে হবে।

আগামী কয়েক দিনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের আপাত অবসান হতে চলছে বলে মনে হচ্ছে। এটি মানে এই নয় যে মধ্যপ্রাচ্যে শান্তির প্রক্রিয়া শুরু হচ্ছে। বরং হামাস, হুতি ও হিজবুল্লাহর মতো সংগঠনগুলোর দুর্বলতার এই সুযোগে ইরানকে আরো পর্যুদস্ত করার নতুন চেষ্টা করতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তারা খুব ভালো করেই জানে এই সময়ে এসে তারা যদি ইরানকে ছাড় দেয়, তাহলে ইরান দ্রুতই আরো শক্তি সঞ্চয় করে তার প্রক্সিদের মাধ্যমে ইসরায়েলকে ব্যতিব্যস্ত করে তুলবে। এসব যুক্তিতে ইরানে ফের হামলার শঙ্কা থেকেই যায়।

 

লেখক : অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

mfulka@yahoo.com

মন্তব্য

সর্বশেষ সংবাদ