<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের বৈঠক আজ। মিরপুরে বিসিবির কার্যালয়ে বিকেল ৩টায় শুরু হবে চলতি বোর্ডের ১৩তম সভা। সভাপতি নির্বাচিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এই নিয়ে দ্বিতীয়বার বোর্ড পরিচালকদের সঙ্গে বসবেন ফারুক আহমেদ। সাবেক এই অধিনায়ক গত ২১ আগস্ট প্রথম সভাটি করলেও সেদিনই তিনি দায়িত্ব বুঝে পান। এ জন্য বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। জানা গেছে, বিসিবির সক্রিয় থাকা পরিচালকদের সম্মতিক্রমে আজকের সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে থাকতে পারে স্ট্যান্ডিং কমিটির রদবদল। জালাল ইউনুস পদত্যাগ করার পর ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের পদ শূন্য পড়ে আছে। শোনা যাচ্ছে, এই দায়িত্ব পেতে পারেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত নতুন পরিচালক নাজমুল আবেদীন। এদিকে রাজনৈতিক পটপরিবর্তনের পর আড়ালে থাকা পরিচালকদের কারণে ব্যাহত হচ্ছে কাজের গতি। ফলে অর্থ, বিপিএল গভর্নিং কাউন্সিল, টুর্নামেন্ট কমিটি, মার্কেটিং, গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিজ, গেম ডেভেলপমেন্ট, হাইপারফরম্যান্স ইউনিট, মিডিয়া বিভাগের কমিটিও পুনর্গঠন করা হতে পারে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজকের সভায় পরিচালক পদ হারাতে পারেন তানভীর আহমেদ টিটু, গাজী গোলাম মর্তুজা, মনজুর কাদের, নাজিব আহমেদ, এনায়েত হোসেন সিরাজের মতো পরিচালকরা। কারণ বিসিবির গঠনতন্ত্রে উল্লেখ আছে, টানা তিনটি পরিচালনা পর্ষদের সভায় অনুপস্থিত থাকলে পদ হারাতে হবে। গত ২ জুলাই ১১তম ও ২১ আগস্ট ১২তম বোর্ড সভায় উপস্থিত ছিলেন না এই পরিচালকরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্ট্যান্ডিং কমিটিতে রদবদল ছাড়াও আজকের সভায় আলোচনায় উঠবে পূর্বাচল স্টেডিয়াম, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গ।</span></span></span></span></p>