kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

শিক্ষার্থীদের আর্থিক অনুদান শুভসংঘের

নরসিংদী প্রতিনিধি   

১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনরসিংদীর পলাশে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ২০ অভিভাবক পেলেন আর্থিক অনুদান। ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এবং কালের কণ্ঠ শুভসংঘের জেলা শাখার যৌথ উদ্যোগে এ আর্থিক অনুদান দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের সেকান্দরদী এ এম উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অভিভাবকদের পক্ষে ২০ শিক্ষার্থী এ অনুদান গ্রহণ করে। এ সময় অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিলভিয়া বেগম বলে, ‘আমার বাবা পেশায় শ্রমিক। করোনার সময় বাবার প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। আমার শিক্ষার জন্য ভাব ও শুভসংঘের এই অনুদান অনেক অনুপ্রেরণা জোগাবে।’ অনুদান অনুষ্ঠানে পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন, স্কুলটির প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, সাংবাদিক মনিরুজ্জামান, শুভসংঘের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রাকিবুল মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা