<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৬ জন। গতকাল বৃহস্পতিবার দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, গত এক দিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৯৩ জন, ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, বরিশাল বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ১৪ জন ও অন্যান্য বিভাগে ১০ জন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৫১৭ জন। তাদের মধ্যে মারা গেছে ৫৭ জন। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয় গত বছর। ওই বছর একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৫৪ হাজার ৪১৬ জন এবং মৃত্যু হয়েছিল ২৬১ জনের।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ৬৬৯ জন। ঢাকা মহানগরে ৩৮০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ২৮৯ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, বরগুনা ও নরসিংদী জেলায়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, ডেঙ্গু আক্রান্তদের ৩৯.৫ শতাংশ ঢাকা মহানগর ও ৬০.৯৫ শতাংশ ঢাকার বাইরের। মৃতদের মধ্যে ৭২ শতাংশ ঢাকায় এবং ২৮ শতাংশ ঢাকার বাইরে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি বছরে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৯ শতাংশ নারী ও ৬১.৮ শতাংশ পুরুষ।</span></span></span></span></p>