বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) মিলগুলো সরকারি মালিকানায় রেখে বেসরকারি ব্যবস্থাপনায় ছয়টি জুট মিল ইজারা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি আরো জানান, এরই মধ্যে তিনটি মিলে বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে এবং উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করা হচ্ছে। আরো পাঁচটি মিলের ইজারা প্রস্তাব চূড়ান্ত অনুমোদন হয়েছে।
গতকাল রবিবার দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জাতীয় পাট দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বস্ত্র ও পাট মন্ত্রী।