বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা আত্মসাত্কারী এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ গতকাল সোমবার এ কথা বলেন। রাজধানীর মোহাম্মদপুরে আল মানার হাসপাতালে আসামির হামলায় কবজি হারানো চিকিত্সাধীন কনস্টেবলকে দেখতে গিয়ে তিনি ওই কথা জানান। উল্লেখ্য, চট্টগ্রামের লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে কনস্টেবল জনি খানের হাতের কবজি বিচ্ছিন্ন হয়। বেনজীর আহমেদ জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগী হিসেবে ভারতীয় ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে (এনসিবি) যোগাযোগ করছে পুলিশ।
বিজ্ঞাপন
এদিকে আহত কনস্টেবল জনির বিষয়ে বেনজীর আহমেদ বলেন, ‘অপরাধীর বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে আমাদের এক সহকর্মীর বিচ্ছিন্ন হওয়া হাতের কবজি প্রায় ৯ ঘণ্টা অপারেশনের পর ডাক্তাররা সফলভাবে প্রতিস্থাপন করতে পেরেছেন। এ ধরনের জটিল অপারেশন পরিচালনাকারী চিকিত্সক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ’