শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুক্তিযোদ্ধা ও শিক্ষক ওসমান গণি চৌধুরীকে (৮৬) মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা মো. মাজাহারুল ইসলাম বাইতুল্লাহকে বহিষ্কার করা হয়েছে। তিনি ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের বিজ্ঞান শাখার সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল রাতে সংগঠনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মো. সারোয়ার হোসেন। গত মঙ্গলবার কালের কণ্ঠে ‘মুক্তিযোদ্ধার ওপর ছাত্রলীগের হামলা : ফুলবাড়িয়ায় ক্ষোভ থানায় অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিন সন্ধ্যায় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন, ছাত্রলীগ নেতা মাজাহারুল ইসলাম বাইতুল্লাহসহ অজ্ঞাতপরিচয় পাঁচ-সাতজনকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা মো. গোলাম রব্বানি।
মন্তব্য