<p>জিম্বাবুয়ের বিপক্ষে আজ পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজটি নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে নিচ্ছেন নাজমুল হোসেন শান্তরা। বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটিই শেষ সিরিজ বাংলাদেশের। এই দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আগে দেখা নেওয়া যাক, পরিসংখ্যান আর শক্তিমত্তায় দুই দলের অবস্থান কোথায়। </p> <p><strong>বাংলাদেশ-জিম্বাবুয়ে</strong><br /> <strong>ম্যাচ : ২০</strong><br /> বাংলাদেশ জয়ী : ১৩<br /> জিম্বাবুয়ে জয়ী : ৭</p> <p><strong>দলীয় সর্বোচ্চ</strong><br /> বাংলাদেশ : ২০০/৩, মিরপুর, ২০২০<br /> জিম্বাবুয়ে : ২০৫/৩, হারারে, ২০২২</p> <p><strong>দলীয় সর্বনিম্ন</strong><br /> বাংলাদেশ : ১৩৫/৯, মিরপুর, ২০১৫<br /> জিম্বাবুয়ে : ১১৯/৭, মিরপুর, ২০২০</p> <p><strong>সবচেয়ে বেশি রান</strong><br /> বাংলাদেশ : লিটন দাস, ৩০৮<br /> জিম্বাবুয়ে : হ্যামিল্টন মাসাকাদজা, ৩৭৭</p> <p><strong>সর্বোচ্চ ইনিংস</strong><br /> বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত, ৭১<br /> জিম্বাবুয়ে : হ্যামিল্টন মাসাকাদজা, ৯৩*</p> <p><strong>সর্বাধিক ফিফটি</strong><br /> বাংলাদেশ : লিটন দাস, ৩টি<br /> জিম্বাবুয়ে : ওয়েসলি মাধেভেরে, ৩টি</p> <p><strong>বেশি উইকেট</strong><br /> বাংলাদেশ : মুস্তাফিজুর রহমান, ২৪টি<br /> জিম্বাবুয়ে : গ্রেইম ক্রিমার, ১১টি</p> <p><strong>সেরা বোলিং</strong><br /> বাংলাদেশ : মোসাদ্দেক হোসেন, ৫/২০<br /> জিম্বাবুয়ে : নেভিল মাতজিভা, ৪/৩৪</p> <p><strong>বড় জুটি</strong><br /> বাংলাদেশ : সাকিব-শামসুর<br /> ১১৮ রান, দ্বিতীয় উইকেটে<br /> জিম্বাবুয়ে : সিবান্দা-মাসাকাদজা<br /> ১০১ রান, প্রথম উইকেটে</p>