<p>প্রায় তিন বছর ‘মুজিব’ সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন ঢালিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। সেই সিনেমার সফলতায় এখন ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন শুভ! এবার নতুন সিনেমার খবর প্রকাশ্যে আনলেন অভিনেতা। ‘নীলচক্র’ নিয়ে আসছেনি তিনি।</p> <p>শুক্রবার (৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করেছেন শুভ। প্রকাশিত ওই পোস্টারে দেখা গেছে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন শুভ। সেটা আছেন লম্বা চুলের একজনের মাথায়।</p> <p><img alt="1" height="533" src="https://150593535.v2.pressablecdn.com/wp-content/uploads/2024/05/poster-nilchakra.jpg" width="400" /></p> <p>নতুন সিনেমা নিয়ে শুভ বলেন, ‘নীলচক্র কি নীল হবে না রক্তের রঙ লাল হবে, সেটা দেখার অপেক্ষায়। শিগগিরই আসছে নীলচক্র।’ যদিও সিনেমাটি কবে মুক্তি পাচ্ছে সে সব পরিষ্কার করা হয়নি এই পোস্টে।</p> <p>ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত ‘নীলচক্র’ সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। যৌথভাবে এর চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। সিনেমায় আরিফিন শুভর সঙ্গে দেখা যাবে ‘কাজলরেখা’খ্যাত নবাগতা নায়িকা মন্দিরা চক্রবর্তীকে। এছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।</p>