kalerkantho

শুক্রবার । ১৪ মাঘ ১৪২৮। ২৮ জানুয়ারি ২০২২। ২৪ জমাদিউস সানি ১৪৪৩

ইংলিশ অলিম্পিয়াড গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   

১৭ মার্চ, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইংলিশ অলিম্পিয়াড গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল ইংরেজি দৈনিক ডেইলি সান আয়োজিত ইংরেজি অলিম্পিয়াড বিজয়ীদের সঙ্গে অতিথিরা। ছবি : কালের কণ্ঠ

‘বাংলাদেশের মানুষকে অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হবে। দেশও এর মাধ্যমে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে। এ ধরনের অলিম্পিয়াড দেশে প্রথম আয়োজন করায় আয়োজকরা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। ’

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল শুক্রবার অনুষ্ঠিত ইংলিশ অলিম্পিয়াডের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এই অলিম্পিয়াডে সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩৫ হাজার ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এর মধ্যে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করে ৮০০ জন। শীর্ষ ১০ জন করে ছয়টি গ্রুপ থেকে মোট ৬০ জনকে নির্বাচন করা হয়। এরপর প্রত্যেক গ্রুপ থেকে তিনজনকে সেরা হিসেবে মনোনীত করে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, ডেইলি সানের নির্বাহী সম্পাদক শিহাবুর রহমান প্রমুখ।সাতদিনের সেরা