<p> বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে স্থানীয় রেড রোজ পার্টি সেন্টারে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) কেরানীগঞ্জে বসুন্ধরা সিমেন্টের পরিবেশক মেসার্স আরাফাত ট্রেডিংয়ের সহযোগিতায় এ সম্মেলন হয়।</p> <p>অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কে.এম জাহিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ সেলস অফিসার (সিমেন্ট সেক্টর) শাহ জামাল শিকদার ও মো. আব্দুর রহমান (প্রোপ্রাইটর আরাফাত ট্রেডিং)।</p> <p>এ ছাড়াও উপস্থিত ছিলেন সিমেন্ট সেক্টর বসুন্ধরা গ্রুপের জি.এম (সেলস) মো. আশরাফুল ইসলাম টিটু, জি.এম (সেলস) মো. আজাদ রহমান,  ডি.জি.এম সিমেন্ট সেক্টর আই.আর.কে.এম সালাহউদ্দিন বিশ্বাস, এ জি.এম. (সেলস) মো. খায়রুল ইসলাম মজনুসহ বসুন্ধরা গ্ৰুপ সিমেন্ট সেক্টরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।</p>